

করোনা পর্বের পর থেকে অনলাইন মিটিং, হাইব্রিড কাজ এবং ঘনিষ্ঠদের সঙ্গে ভিডিও চ্যাটের জন্য আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে ওয়েবক্যাম ব্যবহার অনেক বেড়েছে।
কিন্তু ওয়েবক্যাম ব্যবহারের সঙ্গে যুক্ত রয়েছে ঝুঁকি– হ্যাকার বা ম্যালওয়্যারের মাধ্যমে আপনার প্রাইভেসিতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হতে পারে। সুতরাং সতর্ক থাকা জরুরি।
পজিশন ও সেটিংস পরীক্ষা করুন
ওয়েবক্যাম চালুর আগে সেটির পজিশন, ফ্রেমিং ও সেটিংসে কোনো অস্বাভাবিকতা আছে কিনা লক্ষ্য করুন। অনেক সময় হ্যাকার ফ্রেমিং বা জুম পরিবর্তন করতে পারে।
ক্যামেরা ঢেকে রাখুন
যখন ওয়েবক্যামের প্রয়োজন নেই, তখন সেটি টেপ বা ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। প্রয়োজনমতো খুলে ব্যবহার করুন, পরে আবার ঢেকে দিন।
অ্যাপ পারমিশন সচেতনভাবে দিন
নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সময় দেখুন, ওয়েবক্যামের ব্যবহার অনুমতি কি সত্যিই দরকার। অকারণে ওয়েবক্যামের অ্যাক্সেস দেওয়া থেকে বিরত থাকাই ভালো।
অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়্যার ব্যবহার করুন
লাইসেন্সড অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন। এছাড়া অ্যান্টি-স্পাইওয়্যার ব্যবহার করলে ম্যালিশিয়াস লিঙ্ক বা ফাইল আগেভাগেই শনাক্ত হয়।
সন্দেহজনক ই-মেইল ও অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন
অপরিচিত বা অজানা সোর্স থেকে আসা ই-মেইল বা ফাইল কখনোই ডাউনলোড বা ক্লিক করবেন না। এতে ট্রোজান হর্স বা ম্যালওয়্যার থাকতে পারে, যা রিমোট থেকে ওয়েবক্যাম নিয়ন্ত্রণ করতে পারে।
পরিচিতকেও সতর্ক করুন
যদি পরিচিত কেউ সন্দেহজনক ই-মেইল পেয়ে থাকে, তাকেও সতর্ক করুন যাতে সেটি অন্যকে ফরওয়ার্ড না করে।
ওয়েবক্যাম ডিজেবল করুন
প্রয়োজন না হলে ওয়েবক্যাম সেটিংসে গিয়ে ডিজেবল করে রাখতে পারেন। দরকার হলে আবার এনেবল করুন। এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট রাখুন
নিয়মিত কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করুন। আপডেটে ফায়ারওয়াল এবং সিকিউরিটি ফিচারও আপডেট হয়, যা হ্যাকারদের থেকে সুরক্ষা দেয়।
ফায়ারওয়াল ব্যবহার করুন
ফায়ারওয়াল এনেবল রাখলে আপনার ডিভাইস থেকে আসা-যাওয়া ট্রাফিক নিরাপদ থাকে। এটি হ্যাকারদের সহজে প্রবেশের পথ বন্ধ করে দেয়।
ওয়েবক্যাম হ্যাক বা অনলাইন নজরদারি একটি বাস্তব সমস্যা। ছোট সচেতনতা ও নিরাপত্তার কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করলে ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখা সম্ভব। উপরের পদক্ষেপগুলো মেনে চললে আপনি অনলাইনে নিরাপদে থাকতে পারবেন এবং হ্যাকিংয়ের ঝুঁকি অনেক কমানো সম্ভব।
মন্তব্য করুন