বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয়ভাবে অবদান রাখায় তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু পদক-২০২৪ পেলেন দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
সোমবার (১৩ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangabandhu Award for Wildlife Conservation-2024 এর তিনটি ক্যাটাগরিতে নিম্নবর্ণিত ব্যক্তি/প্রতিষ্ঠানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও ৫০ হাজার টাকার অ্যাকাউন্ট পে-ই চেক এবং সনদপত্র প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্বের ক্যাটাগরিতে পাবনার বেড়া উপজেলার আকাশ কলি দাসকে, বন্যপ্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসানকে এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে নওগাঁ জেলার জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থাকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
জনস্বার্থে এ প্রজ্ঞাপনটি জারি করা হলো।
মন্তব্য করুন