কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ডায়াবেটিস টাইপ-২ এখন মহামারির আকার নিয়েছে। বিশেষত তরুণদের মধ্যে এই রোগের হার যেভাবে বাড়ছে, তা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে। কারণ, রাতে ঘুম হারানো, দিনে খাওয়া-দাওয়া ঠিকমতো মেনে চলা, এক্সারসাইজ— সবকিছু নিয়ম মেনে করলেও অনেকের শরীরে দেখা যাচ্ছে উচ্চ রক্তচিনি এবং ভবিষ্যতের রোগের ছায়া।

এদিকে, ভয়াবহ এই রোগ বৃদ্ধির সঠিক কারণ নিয়ে বিভিন্ন কথা থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, রোগটির পিছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে আল্ট্রা-প্রসেসড খাবারের অতিরিক্ত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্রের কেক স্কুল অব মেডিসিনের এই নতুন গবেষণায় দেখা গেছে, যুবকদের মধ্যে এ ধরনের খাবারের প্রভাব বিশেষভাবে ক্ষতিকর।

এই গবেষণায় ১৭ থেকে ২২ বছর বয়সী ৮৫ জন স্বাস্থ্যবান যুবককে অন্তর্ভুক্ত করা হয় এবং চার বছরের জন্য তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার দাবি, আল্ট্রা-প্রসেসড খাবার সাধারণ হলেও খুবই ঝুঁকিপূর্ণ। এই ধরনের খাবার সাধারণত বারবার প্রক্রিয়াজাত হয়। এতে লবণ, চিনি ও কৃত্রিম উপাদান অনেক থাকে, কিন্তু ফাইবার ও পুষ্টি খুব কম। যেমন ডাবল রুটি, কেক, মিষ্টি, টফি, ফাস্ট ফুড, ব্রেকফাস্ট সিরিয়াল, চিংড়ি বা মুরগির নাগেটস, ইনস্ট্যান্ট নুডলস, মিষ্টি পানীয় ও সোডা। গবেষকরা সতর্ক করেছেন, এসব খাবারের অতিরিক্ত ব্যবহার শুধু ডায়াবেটিস নয়, হার্টের সমস্যা, ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকিও বাড়ায়।

গবেষণার ফলাফল

গবেষণায় দেখা গেছে, যত বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়া হবে, রক্তে শর্করার মাত্রা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তত বেশি হবে। এছাড়া, এই খাবারের অতিরিক্ত ব্যবহার ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে শরীর শর্করাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। গবেষকরা আরও জানিয়েছেন, মাঝারি মাত্রার অতিরিক্ত ব্যবহারও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উপায়

১. ফল, সবজি ও স্বাস্থ্যকর খাবারের ব্যবহার বাড়ান।

২. আল্ট্রা-প্রসেসড খাবারের পরিমাণ কমান।

৩. দৈনন্দিন ব্যায়াম ও সক্রিয় জীবনধারা বজায় রাখুন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে গত ৩০ বছরে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০ কোটির বেশি। আর ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বের বয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৭ থেকে ১৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোতে এই সংখ্যা বেশি।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

বেগম খালেদা জিয়া : বিদায় হে আপসহীন দেশনেত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

১০

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

১১

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

১২

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

১৩

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

১৪

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১৫

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১৬

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১৭

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৮

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৯

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

২০
X