কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ডায়াবেটিস টাইপ-২ এখন মহামারির আকার নিয়েছে। বিশেষত তরুণদের মধ্যে এই রোগের হার যেভাবে বাড়ছে, তা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে। কারণ, রাতে ঘুম হারানো, দিনে খাওয়া-দাওয়া ঠিকমতো মেনে চলা, এক্সারসাইজ— সবকিছু নিয়ম মেনে করলেও অনেকের শরীরে দেখা যাচ্ছে উচ্চ রক্তচিনি এবং ভবিষ্যতের রোগের ছায়া।

এদিকে, ভয়াবহ এই রোগ বৃদ্ধির সঠিক কারণ নিয়ে বিভিন্ন কথা থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, রোগটির পিছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে আল্ট্রা-প্রসেসড খাবারের অতিরিক্ত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্রের কেক স্কুল অব মেডিসিনের এই নতুন গবেষণায় দেখা গেছে, যুবকদের মধ্যে এ ধরনের খাবারের প্রভাব বিশেষভাবে ক্ষতিকর।

এই গবেষণায় ১৭ থেকে ২২ বছর বয়সী ৮৫ জন স্বাস্থ্যবান যুবককে অন্তর্ভুক্ত করা হয় এবং চার বছরের জন্য তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার দাবি, আল্ট্রা-প্রসেসড খাবার সাধারণ হলেও খুবই ঝুঁকিপূর্ণ। এই ধরনের খাবার সাধারণত বারবার প্রক্রিয়াজাত হয়। এতে লবণ, চিনি ও কৃত্রিম উপাদান অনেক থাকে, কিন্তু ফাইবার ও পুষ্টি খুব কম। যেমন ডাবল রুটি, কেক, মিষ্টি, টফি, ফাস্ট ফুড, ব্রেকফাস্ট সিরিয়াল, চিংড়ি বা মুরগির নাগেটস, ইনস্ট্যান্ট নুডলস, মিষ্টি পানীয় ও সোডা। গবেষকরা সতর্ক করেছেন, এসব খাবারের অতিরিক্ত ব্যবহার শুধু ডায়াবেটিস নয়, হার্টের সমস্যা, ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকিও বাড়ায়।

গবেষণার ফলাফল

গবেষণায় দেখা গেছে, যত বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়া হবে, রক্তে শর্করার মাত্রা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তত বেশি হবে। এছাড়া, এই খাবারের অতিরিক্ত ব্যবহার ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে শরীর শর্করাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। গবেষকরা আরও জানিয়েছেন, মাঝারি মাত্রার অতিরিক্ত ব্যবহারও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উপায়

১. ফল, সবজি ও স্বাস্থ্যকর খাবারের ব্যবহার বাড়ান।

২. আল্ট্রা-প্রসেসড খাবারের পরিমাণ কমান।

৩. দৈনন্দিন ব্যায়াম ও সক্রিয় জীবনধারা বজায় রাখুন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে গত ৩০ বছরে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০ কোটির বেশি। আর ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বের বয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৭ থেকে ১৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোতে এই সংখ্যা বেশি।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

নতুন বিপদে গাজার বাসিন্দারা

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

১০

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

১১

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১২

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

১৩

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

১৪

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৫

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

১৬

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

১৭

শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

১৮

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

১৯

নতুন ইউনিফর্ম পেল পুলিশ

২০
X