কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হারপুন লিক্যুইডের সচেতনতামূলক ক্যাম্পেইন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন করছে কাজী এন্টারপ্রাইজ লিমিটেডের টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। তারা রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে।

প্রতিটি মানুষেরই চলতি পথে জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর টয়লেটের কারণে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এছাড়াও দেশের বেশিরভাগ স্কুলে ছেলে-মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে আমাদের কোমলমতি শিশুরা নানা অসুখে আক্রান্ত হচ্ছে। দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ হাইজেনিক স্যানিটেশন নিশ্চিত হয়নি। এ সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে হারপুন টয়লেট ক্লিনার।

স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব, হাইজেনিক উপায়ে টয়লেট ব্যবহার এবং টয়লেট হাইজিন রাখা নিয়ে মানুষকে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি হারপুনের পক্ষ থেকে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ,উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করছে। আমাদের এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে, মানুষকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং সবসময় টয়লেট ব্যবহারের উপযোগী করে রাখার সঠিক উপায় সম্পর্কে জানানো। বিশেষ করে নারীদের জন্য প্রোপার এবং হাইজেনিক স্যানিটেশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে সবাইকে আলোকিত করাই এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন সম্পর্কে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান কাজী নাজমুল আবেদীন বলেন, ‘দেশে বর্তমানে অধিকাংশ মানুষ টয়লেট ব্যবহার করছে, কিন্তু ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা অর্ধেকেরও কম। এছাড়া টয়লেটের পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের সচেতনতা আরও কম। শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য পরিচ্ছন্ন টয়লেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হারপুন টয়লেট ক্লিনার।’

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল আমীন বলেন, ‘ক্লিন এবং হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করা নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ঘরের বাইরে হাইজেনিক টয়লেটের অভাবে নারীদের অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমরা সে চ্যালেঞ্জগুলো সমাধানে নিজেদের জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে সর্বত্র কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে বোঝাতে চাই যে, শুধু টয়লেট ব্যবহার করলেই হবে না, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে।’

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন টয়লেট ক্লিনার ব্র্যান্ড বাংলাদেশে পরিষ্কার ও জীবাণুমুক্ত টয়লেট ব্যবহারের সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকে হারপুন বর্তমানে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের জন্য হাইজেনিক টয়লেট সুবিধা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। আসুন পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে আমরা সচেতন হই এবং নারী ও শিশুদের জন্য নিশ্চিত করি স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

১০

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১১

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১২

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১৩

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৪

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৭

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৮

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৯

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

২০
X