কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

৩৩০ পদে নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এসকেএস ফাউন্ডেশন সম্প্রতি ৩৩০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা চাকরির সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটা একটি চমৎকার সুযোগ। বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

তাড়াতাড়ি আবেদন করুন, ৫টি পদে মোট ৩৩০ জন কর্মী নিয়োগ দেবে সংস্থাটি।

দেখে নিন এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

১. এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন–ভাতা হবে ৪৩ হাজার ৭০০ থেকে ৬৫ হাজার টাকা। মোবাইল ভাতা ১ হাজার, জ্বালানি ভাতা ৩ হাজার ৫০০, দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর

২. ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ২০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন–ভাতা হবে সর্বসাকল্যে ৩৩ হাজার ৩১৩ থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া মোবাইল ভাতা ৭০০, জ্বালানি ভাতা ৩ হাজার, দূরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর

৩. সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ফিল্ড কালেকশন)

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন–ভাতা হবে সর্বসাকল্যে ২৫ হাজার ৯৭০ থেকে ৪০ হাজার টাকা। এ ছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর

৪. ফিল্ড অফিসার

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে কমপক্ষে ১-২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে (৪ মাস) যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন–ভাতা হবে সর্বসাকল্যে ২৫ হাজার ৯৭০ থেকে ৪০ হাজার টাকা। এ ছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর

৫. ট্রেইনি ফিল্ড স্টাফ

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ডিগ্রি পাস। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনার দক্ষতা থাকতে হবে।

বেতন–ভাতা: প্রশিক্ষণকালে মাসিক সম্মানী হবে সর্বসাকল্যে ১০ হাজার টাকা। সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন–ভাতাসহ অন্য সুবিধাদি প্রদান করা হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর

আবেদনের নিয়ম: লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত (ই–মেইল, মোবাইল নম্বর উল্লেখসহ), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০ ঠিকানায় ডাক, কুরিয়ার অথবা সরাসরি পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে বিএনপি : গয়েশ্বর

মুক্তির লড়াই কোনো আইন বা সংবিধান মেনে হয় না : ব্যারিস্টার ফুয়াদ

নতুন কলেজ স্থাপনের সম্ভাবনা যাচাই করছে চসিক : মেয়র শাহাদাত

বাটারফ্লাই গ্রুপের ২৪/৭ ফ্রি মেডিকেল কনসালটেশন সেবা ক্যাম্পেইন উদ্বোধন

বিএনপিকে আলোচনার আহ্বান জামায়াতের

মামদানিকে ওবামার ফোন, পরামর্শক হওয়ার প্রস্তাব

নির্বাচন ও শপথ শেষেও আসন না পেয়ে গতিহীন চাকসু

অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি : তুলসী গ্যাবার্ড

রেমিট্যান্সে সুবাতাস অব্যাহত, অক্টোবরে এলো ২৫৬ কোটি ডলার

বরিশালে শয়তানের নিঃশ্বাসে নিঃস্ব ব্যবসায়ীসহ সাধারণ মানুষ

১০

শিহাবের মৃত্যুতে এলাকায় শোক, আসামিরা কেউ ধরা পড়েনি

১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

১২

কোনো দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় : ডা. তাহের

১৩

সুন্দরের ‘সুন্দর ব্যাটিংয়ে’ সিরিজে সমতা ভারতের

১৪

নববধূর হাতে মেহেদির রঙ না মুছতেই প্রাণ হারালেন স্বামী

১৫

পদ্মার এক পাঙাশ ৭০ হাজারে বিক্রি

১৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

১৭

তামিমকে নিজেদের দলে চায় বরিশালের ‘নতুন ফ্র্যাঞ্চাইজি’

১৮

আইন উপদেষ্টার বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ তুলল এনসিপি

১৯

দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X