কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৭:৪১ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।

একাধিক শূন্য পদে জনবল নেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও ক্যাশিয়ার পদসংখ্যা: ৫

যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। বেতন গ্রেড: ৯

পদের নাম: উপসহকারী পরিচালক পদসংখ্যা: ৭

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন গ্রেড: ১০

পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন গ্রেড: ১১

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১৯

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন গ্রেড: ১৩

পদের নাম: স্টোরকিপার পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন গ্রেড: ১৩

পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন গ্রেড: ১৩

পদের নাম: ড্রাইভার পদসংখ্যা: ৪

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ির ত্রুটি নিরূপণ, মেরামত ও পুনঃস্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন গ্রেড: ১৬

পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন গ্রেড: ২০

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও ক্যাশিয়ার পদে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। হিসাবরক্ষক পদে জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর ও নড়াইল জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

স্টোরকিপার পদে মানিকগঞ্জ জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১২ অক্টোবর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://wewb.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। কেবল একটি পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন করতে সমস্যা হলে টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা; ২ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা; ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫ টাকা; ৪ থেকে ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৪

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

১৫

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

১৬

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

১৭

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১৮

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১৯

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

২০
X