

আজকের ব্যস্ত জীবনে মনোযোগ ধরে রাখা যেন এক অসম্ভব কাজ। কখনো ফোনের নোটিফিকেশন, কখনো সোশ্যাল মিডিয়া, আবার কখনো নানা চিন্তা আমাদের মনোযোগ ছিনিয়ে নেয়। কিন্তু ভালোভাবে কোনো কাজ করতে চাইলে মনোযোগই হলো সবচেয়ে বড় চাবিকাঠি।
আরও পড়ুন : সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন
আরও পড়ুন : ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলে
মনোযোগ ধরে রাখতে পারলে শুধু কাজের মানই বাড়ে না, সময়ও বাঁচে এবং কাজের আনন্দও পাওয়া যায়।
তাহলে কীভাবে মনোযোগ বাড়ানো যায়? নিচে দেওয়া ৫টি সহজ টিপস আপনাকে সাহায্য করতে পারে—
একাধিক কাজ একসঙ্গে শুরু করলে মনোযোগ ছড়িয়ে যায়। বরং একটি কাজ শেষ করে তারপর অন্যটিতে যান। এতে কাজের গতি ও মান দুটোই উন্নত হবে।
প্রায় ২০-৩০ মিনিট কাজ করার পর ৫ মিনিটের বিরতি নিন। এতে মস্তিষ্ক বিশ্রাম পায়, মনোযোগ ফিরে আসে, এবং আপনি আরও সতেজভাবে কাজ চালিয়ে যেতে পারেন।
মনোযোগ ধরে রাখতে চাইলে কাজের জায়গা শান্ত রাখুন। মোবাইলের নোটিফিকেশন বন্ধ রাখুন, টিভি বা অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে থাকুন। যত কম বিঘ্ন থাকবে, তত ভালোভাবে মন বসবে।
দিন শুরু করার আগে নিজের জন্য একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। এতে আপনি জানবেন, কী করতে হবে আর কীভাবে সময় ভাগ করতে হবে। লক্ষ্য থাকলে কাজের প্রতি আগ্রহও বাড়ে।
কোনো কাজ শেষ করার পর নিজের জন্য একটি ছোট পুরস্কার রাখুন—হয়তো প্রিয় কফির কাপে চুমুক বা একটু বিশ্রাম। এই ছোট আনন্দ আপনাকে পরের কাজের জন্য নতুন উৎসাহ দেবে।
আরও পড়ুন : ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে
আরও পড়ুন : ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদই বিপদ
মনোযোগ ধরে রাখা কোনো একদিনের কাজ নয়; বরং এটি একটি অভ্যাস। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে আপনি নিজেই বুঝবেন—আপনার মনোযোগ, উৎপাদনশীলতা আর আত্মবিশ্বাস কতটা বেড়ে গেছে।
মন্তব্য করুন