দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা
আজ সোমবার (১১ ডিসেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—
(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল) মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণে সতর্ক থাকুন। দূর থেকে সুসংবাদ পাবেন
(বৃষ | ২১ এপ্রিল-২০ মে) মন অস্থির থাকবে। তবে দ্রুত সিদ্ধান্ত নিন। এ সপ্তাহে অর্থভাগ্য শুভ। ভ্রমণ শুভ। নতুন চাকরির সম্ভাবনা।
(মিথুন | ২১ মে-২০ জুন) সহজে পরিপাক হয় না এমন খাদ্য বাদ দিন। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সম্ভাবনাময় সময়। আবেগ নিয়ন্ত্রিত রাখুন। দাম্পত্যে অহেতুক তর্কে জড়াবেন না।
(কর্কট | ২১ জুন-২০ জুলাই) সুসংবাদ পাবেন। পেশাগত সফলতা পাবেন। খরচ কমান। জীবনসঙ্গীর প্রতি অনুরাগ বাড়বে। ভ্রমণ শুভ।
(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট) অতিরিক্ত মিষ্টি খাবেন না। পরিকল্পনায় বিলম্ব হতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। রোমান্টিক যোগাযোগ শুভ।
(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) বাস্তবতার নিরীখে বিচার করুন। রোমান্স ও প্রেমে শুভ সংকেত। অস্থির হবেন না। রাগ কিছুটা নিয়ন্ত্রণে রাখুন। মতানৈক্য এড়িয়ে চলুন।
(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) গোপন শত্রু বাড়তে পারে। অনাকাঙ্ক্ষিত ব্যয় বাড়তে পারে। ভ্রমণযোগ আছে। রোমান্টিক দিক শুভ।
(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর) আজ যানবাহনে সাবধানে থাকুন। মিতব্যয়ী হোন। ঝাল, মসলাজাতীয় খাবার পরিহার করুন। যানবাহন ও যন্ত্রপাতিতে সতর্ক থাকুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর) আজ শরীরের প্রতি নজর দিন। পেশাগত কাজে মানিয়ে চলুন, তা না হলে শত্রুতা বাড়বে। প্রশংসা পাবেন।
(মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) আর্থিক জটিলতা হতে পারে। পেশাগত সফলতা পাবেন। দাম্পত্য কলহের পরিবেশ তৈরি হতে পারে।
(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ভ্রমণ শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সাবধানে থাকুন। কর্মস্থলে ইতিবাচক থাকুন। রোমান্টিক যোগাযোগ শুভ।
(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) খাবারে মনোযোগী হোন। রাগ ও ক্ষোভ পরবর্তীতে ভোগাবে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। রোমান্টিক যোগাযোগ শুভ। যানবাহনে সাবধানে থাকুন।
মন্তব্য করুন