পাজামা বা পায়জামা পোশাক হিসেবে খুবই আরামদায়ক। পাজামা রাতের একটি আরামদায়ক পোশাক হিসেবে ব্যবহার করা হয়, তবে আমাদের দেশে পাজামা পাঞ্জাবির সঙ্গে পরিধান করার চলনও রয়েছে। ঢিলেঢালা দুই প্রস্থবিশিষ্ট এই পোশাক নারী-পুরুষ সবার কাছেই সমাদৃত।
আজ ৬ এপ্রিল, পাজামা দিবস। দিনটি কবে কীভাবে শুরু হয়েছিল তার সঠিক তথ্য নেই। তবে জানা যায়, ত্রয়োদশ শতাব্দীতে অটোম্যান আমলে দক্ষিণ ভারতে এর উদ্ভব। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পৌঁছে যায় ইউরোপে। তারপর ধীরে ধীরে তা পৃথিবীব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।
পাজামা বা পায়জামা শব্দটি এসেছে- ‘পা’ বা ‘পাই’ অর্থ পা এবং ‘জামা’ অর্থ পোশাক; অর্থ্যাৎ পায়ের জন্য জামা। শুরুতে এটি ছিল ঢিলেঢালা ও হালকা ধরনের। সময়ের পরিক্রমায় এখন অবশ্য আঁটসাঁট পাজামার ব্যবহারও দেখা যায়। একসময় এই পোশাক ছিল আভিজাত্যের প্রতীক। কেবল বিত্তশালী অভিজাত ব্যক্তিরাই এটি পরিধান করতেন। তবে এখন ধনী-দরিদ্রনির্বিশেষে সবাই ব্যবহার করেন।
শুধু তাই নয় বর্তমানে বিভিন্ন ডিজাইনের পাজামা রয়েছে। যা পপ গান বা বিভিন্ন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরিধান করা হয়।
একটি নেতৃস্থানীয় পাজামা প্রস্তুত কারক প্রতিষ্ঠান ২০০৪ সাল থেকে জাতীয়ভাবে পাজামা দিবস পালন করে আসছে।
মন্তব্য করুন