বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে অর্ধশত পোশাক ব্যবসায়ীর সংহতি প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোশাকখাতের দ্বিতীয় প্রজন্মের ব্যবসায়ী নেতারা শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের নয় দফা দাবি এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হয়েছে।

শনিবার (৩ আসগট) দ্য নেক্সট জেনারেশন অ্যাপারেল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশ এর দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা। এতে স্বাক্ষর করেছেন প্রায় ৫০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা।

পোশাক খাতের ব্যবসায়ীদের দেওয়া এ বিবৃতিতে বলা হয়, আমরা পোশাকখাতের ব্যবসায়ী সম্প্রদায়ের দ্বিতীয় প্রজন্ম– যৌথ বিবৃতি দিয়ে বাংলাদেশের জনগণের নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। কারণ ব্যবসায়ী সমাজের সদস্য হিসেবে আমরা নিশ্চুপ থেকে নিরীহ জনতার প্রাণহানি এবং জনগণের দাবি উপেক্ষা হওয়া দেখতে পারি না।

বিবৃতিতে সই করা শীর্ষ ব্যবসায়ীরা হলেন– বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফজলে শামীম এহসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবরার হোসেন সায়েম এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আল শাহরিয়ার আহমেদ।

বিবৃতিতে ব্যবসায়ীরা বলেছেন, আমরা বাংলাদেশের সব নাগরিকের বিষয়ে আমাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে, আমরা বিশ্বাস করি যে সকল ব্যক্তির শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করতে সক্ষম হওয়া উচিত। আমরা সাম্প্রতিক ঘটনাগুলোতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আনা হয়েছে এমনটা দেখতে চাই। যারা মর্মান্তিক প্রাণহানি এবং হয়রানির সম্মুখীন হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও সমবেদনা রইল। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা এই দেশ এবং এর নাগরিকদের স্বার্থে সর্বোত্তম ন্যায়বিচার এবং অবিলম্বে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি এবং আশা করি, দেশের বৃহত্তর স্বার্থের জন্য বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে।

ফজলে শামীম এহসান বলেন, ব্যবসা করার জন্য বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক। এজন্যই আমরা শান্তিপূর্ণ সমাধান চেয়েছি, যার উদ্দেশ্য হলো দেশের স্বার্থকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংঘটিত সব হত্যার ন্যায়বিচারের দাবিও করেন তিনি। বিজিএমইএ'র পরিচালক আবরার হোসেন বলেন, আমরা আমাদের সিনিয়র ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরামর্শ করে এই যৌথ বিবৃতি দিয়েছি, যারা এই শিল্পের পথপ্রদর্শক। তাদের অনেকেই আমাদেরকে সমর্থন দিয়েছেন।

বিবৃতিতে সই করা অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আছেন- হাসিন আরমান, পরিচালক, এমবি নিট; রাফী মাহমুদ, পরিচালক, মাহমুদ ডেনিমস; সাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্রডওয়ে ইনকরপোরেশন; আবরার আলম খান, পরিচালক, অ্যাস্ট্রোটেক্স গ্রুপ; এম এহসানুল হক, পরিচালক, নিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আনাম গার্মেন্টস লিমিটেড; লিথি মুনতাহা মহিউদ্দিন, পরিচালক, লিথি গ্রুপ; জারীন রশিদ, পরিচালক, টিআরজেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাজী অ্যাকসেসরিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাহাদসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১০

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১১

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১২

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৩

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৪

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৬

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৭

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

১৮

শিক্ষকদের কৌশলে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীদের

১৯

ইরাকে চাকরির বিষয়ে দূতাবাসের সতর্কতা

২০
X