স্বৈরাচারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য দেন চিকিৎসক নেতা ডা. মেহেদী হাসান, ডা. মো. ফারুক হোসেন, ডা. জিয়াউল করিম, ডা মো. আবু সায়েম, ডা. আরেফিন রনজূ, ডা. মেহবুব রনি, ডা. জাভেদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট নেতা মো. বিপ্লবুজজাম বিপ্লব, হাফিজুর রহমান, নার্স নেত্রী বিলকিস জাহান চৌধুরী।
মন্তব্য করুন