সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ৫৫ কারখানা বন্ধ ঘোষণা

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ৫৫ কারখানা বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ৫৫ কারখানা বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষ এবং মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বনিবনা না হওয়ার জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। পুলিশ-১ এর আওতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৮৬৩টি কারখানা রয়েছে। তারমধ্যে ৫৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ঘুরে দেখা যায় বেশিরভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা।

মোট ৫৫টি বন্ধ কারখানার মধ্যে সাধারণ ছুটিতে রয়েছে নয়টি কারখানা এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ৪৬টি কারখানা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্রে জানা যায়, বন্ধ কারখানাগুলোর মধ্যে পোশাক কারখানা ছাড়াও রয়েছে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান।

বকেয়া বেতনের দাবিতে গতকাল নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আজ সকালে তারা দশটি বাসে করে বিজিএমইএ ভবনের উদ্দেশে রওনা করে। শ্রমিকরা বলছেন, সেখানে গিয়ে তারা তাদের দাবি-দাওয়ার কথা এবং ন্যায্য অধিকারের কথা জানাবেন। ঠিকঠাক মতো কাজ করেও কেন তারা বেতন পাচ্ছেন না এ বিষয়ে জবাবদিহি চাইবেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এর সঙ্গে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, পরিস্থিতি উন্নতি হওয়ায় কারখানাগুলো খোলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও কাজ করতে আগ্রহী। কারখানা বন্ধ না রেখে চালু রাখলেই সমস্যা সমাধান হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকে মোট ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আর ৯টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষ ছিল অনেক বেশি। এ সপ্তাহের শুরু থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাক্টরিতে যেভাবে বিমান তৈরি হয়

বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ চান ড. ইউনূস

জোগো বোনিতোর ঝলকে ব্রাজিলের বড় জয়

মসজিদে নববীতে যেভাবে প্রবেশ করলেন ইহুদি

মদিনার বুকে রহস্যময় জিন পাহাড়

৬৭ দিন পর সাগর থেকে জীবিত উদ্ধার

চার কলেজে শিক্ষার্থী ৮, পাস করেননি কেউ

বাজার সিন্ডিকেট শনাক্তে কাজ করছে সরকার

সৌদি যুবরাজের সঙ্গে রমজান কাদিরভের বৈঠক

কুমিল্লায় বেড়েছে অপরাধ প্রবণতা, সেপ্টেম্বরেই মামলা ৩৬২

১০

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

১১

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৩

১৬ অক্টোবর : নামাজের সময়সূচি

১৪

১৬ অক্টোবর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা 

১৫

১৩ বছরের প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন

১৬

কক্সবাজারে পাসের হার ৬২.৯

১৭

হাসনাত-সারজিসকে জাতীয় পার্টির কাছে ক্ষমা চাইতে হবে : সাবেক মেয়র

১৮

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ আব্দুস সালামের

১৯

২৫ অক্টোবর দেশে ফিরবেন মির্জা ফখরুল

২০
X