কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের সাথে সাংবাদিকদের সম্পর্ক কেমন জানা গেল গবেষণায়

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চিকিৎসকদের সাথে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক কেমন- সেই বিষয়টি এবার জানা গেল গবেষণায়। গবেষণায় দেখা গেছে, সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের দক্ষতায় ৫৪ শতাংশ চিকিৎসকের আস্থা কম। অন্যদিকে, চিকিৎসকদের ব্যাপারে ৪৫ শতাংশ সাংবাদিকের বিশ্বাস নিম্নপর্যায়ের।

গবেষণাটি করেছে ডিউক-ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গ্লোবাল হেলথ ইনস্টিটিউট, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগ এবং বেসরকারি মুন্নু মেডিকেল কলেজের গবেষকেরা। তাদের গবেষণাটি গত মাসে কানাডা থেকে প্রকাশিত চিকিৎসা সাময়িকী ইন্টারঅ্যাকটিভ জার্নাল অব মেডিকেল রিসার্চ- এ মৌলিক প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে। ১৪ পৃষ্ঠার প্রবন্ধে সাংবাদিক ও চিকিৎসক একে অন্যকে কী চোখে দেখে, তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ চিকিৎসকের মতে সাংবাদিকদের মধ্যে পেশাদারত্ব ‘খুব নিম্ন’ পর্যায়ে। অন্যদিকে ৩৩ শতাংশ সাংবাদিক মনে করেন, চিকিৎসকদের পেশাদারত্ব ‘খুব নিম্ন’ পর্যায়ের। ৭৪ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সাংবাদিকেরা পর্যাপ্ত জ্ঞান না নিয়েই স্বাস্থ্য খাত সম্পর্কে সংবাদ লেখেন ও প্রকাশ করেন। ৮৭ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে মনে করেন, সাংবাদিকেরা স্পর্শকাতর পন্থায় সংবাদ উপস্থাপন করেন। ৮৬ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সাংবাদিকেরা চিকিৎসকদের যোগ্য মনে করেন না, বরং অমানবিক মনে করেন।

তবে চিকিৎসকদের ব্যাপারে তীব্র বা দৃঢ় মনোভাবের বহিঃপ্রকাশ তুলনামূলকভাবে কম সাংবাদিকের মধ্যে দেখা গেছে। বরং মাঝারি ধরনের অবস্থানই অধিকাংশ সাংবাদিকের মনোভাবে ফুটে উঠতে দেখা গেছে। যেমন সাংবাদিকের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে অধিকাংশ চিকিৎসক দক্ষ নন। এ বক্তব্যের সঙ্গে দৃঢ়ভাবে একমত ১০ শতাংশ সাংবাদিক, এ বক্তব্যের সঙ্গে কিছুটা একমত ৫০ শতাংশ সাংবাদিক।

প্রবন্ধের শেষ দিকে গবেষকেরা বলেছেন, পরিস্থিতির উন্নতি ঘটাতে দুই পেশাজীবীর একে অন্যের কাজকে জানা-বোঝার উদ্যোগ বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলোয় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় জোর দিতে হবে। অন্যদিকে, সাংবাদিকতার শিক্ষাক্রমে জনস্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করতে হবে।

এ গবেষণায় ২১৯ জন চিকিৎসক ও ২০০ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়। চিকিৎসকদের গড় বয়স ৩৮ বছর এবং তারা ১২ বছরের বেশি পেশা চর্চা করছেন। তাদের মধ্যে ৩১ শতাংশ বিশেষজ্ঞ চিকিৎসক। অন্যদিকে, সাংবাদিকদের গড় বয়স প্রায় ৩৪ বছর। তাদের গড়ে প্রায় ১০ বছর পেশার সঙ্গে জড়িত। তাদের ৪৯ শতাংশ রিপোর্টার হিসেবে কাজ করছেন। চিকিৎসকদের ৪৩ শতাংশ এবং সাংবাদিকদের ৬২ শতাংশ ঢাকায় থেকে পেশা চর্চা করেন। চিকিৎসক ও সাংবাদিকদের তিন-চতুর্থাংশ পুরুষ। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে অনলাইন জরিপ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X