কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের সাথে সাংবাদিকদের সম্পর্ক কেমন জানা গেল গবেষণায়

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চিকিৎসকদের সাথে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক কেমন- সেই বিষয়টি এবার জানা গেল গবেষণায়। গবেষণায় দেখা গেছে, সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের দক্ষতায় ৫৪ শতাংশ চিকিৎসকের আস্থা কম। অন্যদিকে, চিকিৎসকদের ব্যাপারে ৪৫ শতাংশ সাংবাদিকের বিশ্বাস নিম্নপর্যায়ের।

গবেষণাটি করেছে ডিউক-ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গ্লোবাল হেলথ ইনস্টিটিউট, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগ এবং বেসরকারি মুন্নু মেডিকেল কলেজের গবেষকেরা। তাদের গবেষণাটি গত মাসে কানাডা থেকে প্রকাশিত চিকিৎসা সাময়িকী ইন্টারঅ্যাকটিভ জার্নাল অব মেডিকেল রিসার্চ- এ মৌলিক প্রবন্ধ হিসেবে ছাপা হয়েছে। ১৪ পৃষ্ঠার প্রবন্ধে সাংবাদিক ও চিকিৎসক একে অন্যকে কী চোখে দেখে, তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ চিকিৎসকের মতে সাংবাদিকদের মধ্যে পেশাদারত্ব ‘খুব নিম্ন’ পর্যায়ে। অন্যদিকে ৩৩ শতাংশ সাংবাদিক মনে করেন, চিকিৎসকদের পেশাদারত্ব ‘খুব নিম্ন’ পর্যায়ের। ৭৪ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সাংবাদিকেরা পর্যাপ্ত জ্ঞান না নিয়েই স্বাস্থ্য খাত সম্পর্কে সংবাদ লেখেন ও প্রকাশ করেন। ৮৭ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে মনে করেন, সাংবাদিকেরা স্পর্শকাতর পন্থায় সংবাদ উপস্থাপন করেন। ৮৬ শতাংশ চিকিৎসক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সাংবাদিকেরা চিকিৎসকদের যোগ্য মনে করেন না, বরং অমানবিক মনে করেন।

তবে চিকিৎসকদের ব্যাপারে তীব্র বা দৃঢ় মনোভাবের বহিঃপ্রকাশ তুলনামূলকভাবে কম সাংবাদিকের মধ্যে দেখা গেছে। বরং মাঝারি ধরনের অবস্থানই অধিকাংশ সাংবাদিকের মনোভাবে ফুটে উঠতে দেখা গেছে। যেমন সাংবাদিকের সঙ্গে কথা বলতে বা সাক্ষাৎকার দিতে অধিকাংশ চিকিৎসক দক্ষ নন। এ বক্তব্যের সঙ্গে দৃঢ়ভাবে একমত ১০ শতাংশ সাংবাদিক, এ বক্তব্যের সঙ্গে কিছুটা একমত ৫০ শতাংশ সাংবাদিক।

প্রবন্ধের শেষ দিকে গবেষকেরা বলেছেন, পরিস্থিতির উন্নতি ঘটাতে দুই পেশাজীবীর একে অন্যের কাজকে জানা-বোঝার উদ্যোগ বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলোয় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতায় জোর দিতে হবে। অন্যদিকে, সাংবাদিকতার শিক্ষাক্রমে জনস্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করতে হবে।

এ গবেষণায় ২১৯ জন চিকিৎসক ও ২০০ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়। চিকিৎসকদের গড় বয়স ৩৮ বছর এবং তারা ১২ বছরের বেশি পেশা চর্চা করছেন। তাদের মধ্যে ৩১ শতাংশ বিশেষজ্ঞ চিকিৎসক। অন্যদিকে, সাংবাদিকদের গড় বয়স প্রায় ৩৪ বছর। তাদের গড়ে প্রায় ১০ বছর পেশার সঙ্গে জড়িত। তাদের ৪৯ শতাংশ রিপোর্টার হিসেবে কাজ করছেন। চিকিৎসকদের ৪৩ শতাংশ এবং সাংবাদিকদের ৬২ শতাংশ ঢাকায় থেকে পেশা চর্চা করেন। চিকিৎসক ও সাংবাদিকদের তিন-চতুর্থাংশ পুরুষ। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে অনলাইন জরিপ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X