জুলাই মাসে সারা দেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩৩ জনের এবং আহত হয়েছেন ৯৩৪ জন। এই হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় ১৮ জন।
বুধবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এসব দুর্ঘটনার মধ্যে মোটরকার ২০টি, বাস/মিনিবাস ১৫৩টি, পিকআপ ৪৫টি, অটোরিক্সা ৫৩টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৪৩টি, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৯টি, ব্যাটারিচালিকত রিক্সা ৪১টি, ইজিবাইক ২৪টি, ট্রাক্টর ১১টি, অ্যাম্বুলেন্স ৫টি, ভ্যান ১৮টি, মাইক্রোবাস ২৬টি, অন্যান্য যান ১০৭টি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে মোটরসাইকেলে। দুই চাকার এই যানে ১৫৪ জনের মৃত্যুও কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা বিভাগে দুর্ঘটনা ও মত্যু দুটোই বেশি। সবচেয়ে কম দুর্ঘটনা বরিশাল বিভাগে এবং মৃত্যু কম সিলেট বিভাগে।
মন্তব্য করুন