কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফতেহ আলির কনসার্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ রাহাত ফতেহ আলি খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’ উপলক্ষে টোল ফ্রি করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগামী ২১ ডিসেম্বর কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ ডিসেম্বর ২০২৪ ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতিত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।’

এর আগে গত ৯ ডিসেম্বর রাত থেকে উস্তাদ রাহাত ফতেহ আলি খানের চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’-এর টিকিট বিক্রি শুরু হয়। ৩টি ক্যাটাগরিতে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে।

প্রথমত, ‘ভিআইপি’ টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এই ক্যাটাগরির টিকিট ক্রেতারা পেছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্টের টিকিট ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সংঘটিত হচ্ছে।

আয়োজকরা বলেন, টিকিট সেলিং পার্টনার হিসেবে আমাদের সঙ্গে রয়েছে ‘GET SET ROCK’ নামক একটি প্রতিষ্ঠান। টিকিট ক্রয়ের জন্য ‘https://getsetrock.com/’ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকিটসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন ভেন্যুর (আর্মি স্টেডিয়াম) গেট খোলা হবে দুপুর ২টায়। গেট বন্ধ হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। ‘স্পিরিটস অফ জুলাই’ আয়োজিত এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

এ ছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড যেমন- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে বলে জানায় ‘স্পিরিটস অফ জুলাই’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

ঘুমের মধ্যে দম আটকে যাওয়া কীসের লক্ষণ, হলে কী করবেন?

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুলের শুধু বদলি নয়, অপসারণ চান কর্মকর্তারা

আরবের কোথায় গেলে খরচ কম, কোথায় সবচেয়ে বেশি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? 

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাসায় তৈরি ক্রিমেই দূর হবে মুখের দাগছোপ

১০

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত

১১

বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী তাঁতশিল্প

১২

৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল কাঠের নৌকা

১৩

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

১৪

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

১৫

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

১৬

২ লাখ টাকার চুক্তিতে খুন হয় প্রবাসী স্ত্রী

১৭

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

১৮

০৩ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

২০
X