কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ
সেমিনারে বক্তারা

প্রয়োজনে দ্রুত রাজধানী স্থানান্তর করতে হবে

সেমিনার ও মুক্ত আলোচনায় বক্তারা। ছবি : সংগৃহীত 
সেমিনার ও মুক্ত আলোচনায় বক্তারা। ছবি : সংগৃহীত 

জনগণের মতামত নিয়ে দ্রুত রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ‘ডেভলপিং ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার : অ্যা স্ট্র্যাটেজিক পথ টু রিফর্ম’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনায় এ কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, বিদেশি বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে। ঢাকার দুই সিটি করপোরেশনকে একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’-এ রূপান্তর করতে হবে।

ঢাকার রমনার আইইবির সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক. ড. এম শামসুল হক। সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ।

ফাওজুল কবির খান বলেন, অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। অধিকাংশ প্রকল্পে অপ্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করতে হয়। এমন কোনো দিন নেই চার, পাঁচটা ভূমি অধিগ্রহণের ফাইল স্বাক্ষর করতে হয় না। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের সাংস্কৃতিক দীনতা ও স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

আইইবি প্রেসিডেন্ট এবং রাজউকের সদস্য (এস্টেট ও ল্যান্ড) প্রকোশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমরা যদি যোগ্যতা অর্জন করি তবে আমাদের কাজ আমরা অবশ্যই করতে পারব। সংস্কার বিষয়ে স্টেক হোল্ডার হিসেবে জনগণের মতামত নিতে হবে। দেশের উপযোগী সংস্কার করতে হবে। যে কোনো সংস্কারের জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও সুচিন্তা সবার আগে প্রয়োজন।

মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, উন্নয়ন হবে সমন্বিত। আমাদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে সড়ক, রেল, নদী, বিমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি ‘সুপার মিনিস্ট্রি’র অধীনে আনতে হবে। কারিগরি মন্ত্রণালয় এবং সংস্থার প্রধানের দায়িত্বে কারিগরি জ্ঞানসম্পন্ন ও সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করতে হবে। বিদেশি বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে।

তিনি ঢাকার সিটি করপোরেশন দুটি একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’-এ রূপান্তর করার পরামর্শ দেন। এছাড়াও তিনি রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তা উল্লেখ করে জনগণের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন।

বুয়েটের ভিসি অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান শুধু আমলাদের পদায়নের জন্য নতুন নতুন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা তৈরি থেকে বিরত থাকার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তি পেতে ২ ভাতিজা মিলে খুন করে চাচাকে  ‎

ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের নির্দেশ

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

শিশু হৃদয় হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

১০

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

১১

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

১২

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

১৩

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

১৪

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

১৫

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

১৬

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১৭

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১৮

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১৯

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

২০
X