কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ
সেমিনারে বক্তারা

প্রয়োজনে দ্রুত রাজধানী স্থানান্তর করতে হবে

সেমিনার ও মুক্ত আলোচনায় বক্তারা। ছবি : সংগৃহীত 
সেমিনার ও মুক্ত আলোচনায় বক্তারা। ছবি : সংগৃহীত 

জনগণের মতামত নিয়ে দ্রুত রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ‘ডেভলপিং ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার : অ্যা স্ট্র্যাটেজিক পথ টু রিফর্ম’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনায় এ কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, বিদেশি বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে। ঢাকার দুই সিটি করপোরেশনকে একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’-এ রূপান্তর করতে হবে।

ঢাকার রমনার আইইবির সেমিনার হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক. ড. এম শামসুল হক। সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ।

ফাওজুল কবির খান বলেন, অপচয় ও দুর্নীতির সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। অধিকাংশ প্রকল্পে অপ্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করতে হয়। এমন কোনো দিন নেই চার, পাঁচটা ভূমি অধিগ্রহণের ফাইল স্বাক্ষর করতে হয় না। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের সাংস্কৃতিক দীনতা ও স্তুতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

আইইবি প্রেসিডেন্ট এবং রাজউকের সদস্য (এস্টেট ও ল্যান্ড) প্রকোশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমরা যদি যোগ্যতা অর্জন করি তবে আমাদের কাজ আমরা অবশ্যই করতে পারব। সংস্কার বিষয়ে স্টেক হোল্ডার হিসেবে জনগণের মতামত নিতে হবে। দেশের উপযোগী সংস্কার করতে হবে। যে কোনো সংস্কারের জন্য রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও সুচিন্তা সবার আগে প্রয়োজন।

মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, উন্নয়ন হবে সমন্বিত। আমাদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে সড়ক, রেল, নদী, বিমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একটি ‘সুপার মিনিস্ট্রি’র অধীনে আনতে হবে। কারিগরি মন্ত্রণালয় এবং সংস্থার প্রধানের দায়িত্বে কারিগরি জ্ঞানসম্পন্ন ও সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের পদায়ন নিশ্চিত করতে হবে। বিদেশি বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে।

তিনি ঢাকার সিটি করপোরেশন দুটি একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’-এ রূপান্তর করার পরামর্শ দেন। এছাড়াও তিনি রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তা উল্লেখ করে জনগণের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন।

বুয়েটের ভিসি অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান শুধু আমলাদের পদায়নের জন্য নতুন নতুন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা তৈরি থেকে বিরত থাকার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় ২৮ জনকে হত্যা : ট্রাইব্যুনালে হাজির ২ সেনা কর্মকর্তা

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

৩৯ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসা জরুরি

জনপ্রিয়তার শীর্ষে প্রভাস

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতার কথা জানাল ইউক্রেন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

তুলার গুদামে আগুন, মাথায় করে বস্তা সরিয়ে প্রশংসায় ভাসছেন ওসি

ঢাকায় হালকা কুয়াশা, কিছুটা বেড়েছে শীত

১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি এয়ারগানসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

২৪ নভেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১২

কাকে শাস্তি দিতে চান হুমা কুরেশী?

১৩

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

১৪

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

জবি শিক্ষার্থীদের বাস সেবা দিতে চায় শিবির, অনুমতি দেয়নি কমিশন

১৬

ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

১৭

এসএসসি পাসে মীনা বাজারে চাকরির সুযোগ

১৮

বিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

১৯

পুরুষদের প্রস্টেট চেক করানো কেন জরুরি

২০
X