২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বলন ও ২৪ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির। পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য মো. জাইদুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। কর্মসূচিতে গ্রেনেড হামলায় আহত ব্যক্তিরাও অংশ নেন।
হুমায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে মুছে ফেলে পাকিস্তানি রাজত্ব যারা কায়েম করতে চেয়েছিল তারাই বার বার শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা করে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকার আজীবন ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিলো। তারা সেদিন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই এই নিষ্ঠুর ও বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় । কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ পাকের অসীম রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, স্মাট প্যানেলের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক,যুগ্ম মহাসচিব প্রার্থী মো.শাহাবউদ্দিন নুরুল ইসলাম মোল্লা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ, ঢাকা মহানগর উওর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জাইদুল ইসলাম মোল্লা,সভাপতি মণ্ডলীর সদস্য নুরুজ্জামান ভুট্টো, এড. সাইফুল বাহার মজুমদার,সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক,রুবিনা ইয়াসমিন অন্তরা, ইঞ্জি.শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মমিন, যুগ্মসাধারন সম্পাদক খন্দকার রাসেল,ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, কেন্দ্রীয় কমিটির রেসমা আক্তার সাথী, বেলাল আহম্মেদ,মহানগর নেতা জাকির হুসেন, আলমগীর হুসেন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কেন্দ্রীয় কমিটির সভাপতি এড.আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি এড. আশরাফুল আলমসহ মহানগরের বিভিন্ন থানার নেতারা।
মন্তব্য করুন