কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা
বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর শেষ দিনে স্বাস্থ্য, প্রযুক্তি এবং পানি পরিশোধন খাতে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে একটি ত্রিপক্ষীয় এবং চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসি, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসির পরিচালক এহতিয়াজ করিম, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের প্রতিনিধি মাইকেল জোনাথন গেইল এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার হাসান ইমাম সিদ্দিকী।

দ্বিপক্ষীয় চুক্তিসমূহের মধ্যে জেপিজি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তিতে অংশ নেন জেপিজি ইনভেস্টমেন্টের সিইও জেমস পন্ড এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার শাহ মোহিন উদ্দিন।

এ ছাড়াও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতামূলক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এ পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তি খাতভিত্তিক চারটি সমঝোতা দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। অ্যান্ড্রে ব্যাটিসটন

একই দিনে, বিডা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেড ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষরের সময় ঢাকা ওয়াসার প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার পরিচয় বহন করে। বিডার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার সচিব খন্দকার আজিজুল ইসলাম, এবং কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের পক্ষে স্বাক্ষর করেন অ্যান্ড্রে ব্যাটিসটন।

এ ছাড়া আজকের দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগের এক উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ দেশবিদেশের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে সফলভাবে এ সম্মেলন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১০

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১১

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১২

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৩

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৪

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৫

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

১৬

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

১৭

বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৮

বিসিএস ক্যাডারে স্থান পেলেন রাবির প্রায় ৬০ শিক্ষার্থী

১৯

আদালতে দুর্জয়কে ডিম নিক্ষেপ

২০
X