কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা
বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর শেষ দিনে স্বাস্থ্য, প্রযুক্তি এবং পানি পরিশোধন খাতে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডার সহায়তায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর মধ্যে রয়েছে একটি ত্রিপক্ষীয় এবং চারটি দ্বিপক্ষীয় চুক্তি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসি, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপ, জেপিজি ইনভেস্টমেন্ট এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন বিকন ফার্মাসিউটিক‍্যালস পিএলসির পরিচালক এহতিয়াজ করিম, দ্য এন্টারপ্রেনার্স গ্রুপের প্রতিনিধি মাইকেল জোনাথন গেইল এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং পার্টনার হাসান ইমাম সিদ্দিকী।

দ্বিপক্ষীয় চুক্তিসমূহের মধ্যে জেপিজি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তিতে অংশ নেন জেপিজি ইনভেস্টমেন্টের সিইও জেমস পন্ড এবং হাছান মোহিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সিনিয়র পার্টনার শাহ মোহিন উদ্দিন।

এ ছাড়াও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতামূলক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এ পাঁচটি সমঝোতা স্মারক দেশের স্বাস্থ্য, আর্থিক ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনার দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তি খাতভিত্তিক চারটি সমঝোতা দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ইতিবাচক প্রবাহ সৃষ্টি করবে। অ্যান্ড্রে ব্যাটিসটন

একই দিনে, বিডা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেড ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সুপেয় পানির শোধনাগার নির্মাণে কাজ করবে। এর ফলে সাধারণ জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। চুক্তি স্বাক্ষরের সময় ঢাকা ওয়াসার প্রতিনিধি উপস্থিত ছিলেন, যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার পরিচয় বহন করে। বিডার পক্ষে স্বাক্ষর করেন সংস্থার সচিব খন্দকার আজিজুল ইসলাম, এবং কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের পক্ষে স্বাক্ষর করেন অ্যান্ড্রে ব্যাটিসটন।

এ ছাড়া আজকের দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগের এক উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতে শত মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের উদ্দেশ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ দেশবিদেশের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে সফলভাবে এ সম্মেলন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে রেকর্ডের বৃষ্টি তুলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ইংল্যান্ড

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

১০

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১১

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১২

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১৩

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১৪

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১৫

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৬

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৭

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৮

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১৯

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

২০
X