কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসী। বৃষ্টির জন্য ছিল ব্যাপক অপেক্ষা ও আকুতি। অবশেষে রাজধানীর কিছু এলাকায় নেমেছে স্বস্তিকর বৃষ্টি, সঙ্গে বয়ে যাচ্ছে শীতল হাওয়া- যা এনে দিয়েছে একটুখানি আরাম আর স্বস্তির নিঃশ্বাস।
রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আজ বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে।
তিনি আরও লেখেন, এ ছাড়াও বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে গাজীপুর, টাঙ্গাইল, নারসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলাতে বৃষ্টি হতে পারে।
এদিকে দুপুরের পর জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। কালবৈশাখি ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন