কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ। এতে অংশ নিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গতকাল রোববার পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে ঢাকা-লন্ডন কৌশলগত সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, প্রায় দুই বছর পর অনুষ্ঠেয় এ সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির বিষয়ে প্রাধান্য দেয়া হবে। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিবেন পররাষ্ট্রসচিব।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় এ সংলাপে যুক্তরাজ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশও এ ব্যাপারে সরকারের অঙ্গীকার ও নানা উদ্যোগের কথা তুলে ধরবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক সূত্র জানায়, ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ লন্ডনে হয়েছিল। সেসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যে অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায় এ নিয়ে চুক্তি করার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছিল। চুক্তিটি করার বিষয়ে সংলাপে তাগিদ দেওয়া হতে পারে।

আরও জানা গেছে, একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পাশাপাশি একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দীন লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করছে বাংলাদেশ। পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি। এ ছাড়া অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজা হওয়া সেনাবাহিনীর সাবেক কর্নেল শহীদ উদ্দিন খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানের কথা বলা হচ্ছে। যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশি নাগরিক দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করা গেলে এসব পলাতক আসামী ও অপপ্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সহজ হবে।

আরও জানা গেছে, আসন্ন এ সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, ইন্দো-প্যাসিফিক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, মানবাধিকার, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, দক্ষ ও নিরাপদ অভিবাসন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে সুযোগ দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা, আঞ্চিলক ও বৈশ্বিক ভূরাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করবে দুই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা নির্বাচন হতে দিবেন না তারা আবেগে এগুলো বলছেন : আলাল 

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

১০

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১১

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১২

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১৩

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৪

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১৫

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১৬

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১৭

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৮

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৯

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

২০
X