মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি (বায়রা) সদস্যরা।
সোমবার (১৯ মে) সিন্ডিকেট বন্ধের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন আয়োজন করে সংশ্লিষ্টরা।
এ সময় অতীতের রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট করেছে, তাদের প্রতিনিধিরা বায়রার সদস্যদের ওপর হামলার চালায়। সেই সঙ্গে ডিআরইউ ভবন ভাঙচুর করে। এ ঘটনায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
দোষীদের বিচারের ও মালয়েশিয়া শ্রমবাজারে ফের সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ সপ্তাহের শেষের দিকে বুধ ও বৃহস্পতিবার (২১-২২ মে) ঢাকায় বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন