কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই দাবি বাস্তবায়ন চায় বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি

দুই দাবি বাস্তবায়ন চায় বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি

ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদানের প্রস্তাবনাকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তা বাতিল এবং ক্যাডেট ও রেটিংস ভর্তি কমিয়ে চাকরির সংকট নিরসনের দাবিতে সর্বস্তরের মেরিনার্সদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মুখ্য আহ্বায়ক মাস্টার মেরিনার ক্যাপ্টেন আতিক উল আজম খানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন চিফ ইঞ্জিনিয়ার গোলাম জিলানি, চিফ ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, চিফ ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের, চিফ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার রইচ উদ্দিন, মেরিন ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মার্চেন্ট মেরিন অফিসার রায়হান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে ৭৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্সের ভূমিকা রাখা মেরিন সেক্টর আজ চরম সংকটে। দীর্ঘদিন ধরে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের অভাবে এই গুরুত্বপূর্ণ খাতটি এখন ধ্বংসের মুখে। বর্তমানে ভিসা সমস্যাসহ নানা জটিলতার কারণে বাংলাদেশি নাবিকদের জন্য বিদেশি জাহাজে কাজ পাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। শুধু ক্যাডেট ও রেটিংস পর্যায়েই বর্তমানে অধিকাংশ নতুন সিডিসিপ্রাপ্ত মেরিনার বেকার এবং আগামী ৫ মাসে নতুন ব্যাচ পাসড আউট হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বেড়ে যাবে, যা একটি ভয়াবহ সংকেত। চলমান এই সংকটের মধ্যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে প্রস্তাব করা হয়েছে যেন মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের অফিসার ক্যাডেট পর্যায়ে সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদান করা হয়।

তারা আরও বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মানদণ্ড ও দেশের বিদ্যমান মেরিটাইম প্রশিক্ষণ বিধিমালার সরাসরি লঙ্ঘন। ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি একটি এসএসসি-ভিত্তিক কারিগরি শিক্ষা কর্মসূচি, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অফিসার ক্যাডেট হওয়ার জন্য প্রয়োজনীয় এসটিসিডব্লিউ কোড এ-III/1 অনুযায়ী অনুমোদিত প্রশিক্ষণ নয়। বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স ১৯৮৩ অনুযায়ী মার্চেন্ট মেরিন শিক্ষায়তনের অনুমোদন, প্রশিক্ষণ মূল্যায়ন এবং মান নিয়ন্ত্রণ এর বিধি ২৬ এর ধারা ৪ অনুযায়ী, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজির কোর্স নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক অনুমিত নয়।

মেরিন টেকনোলজি প্রতিষ্ঠানগুলো ওই আইনে উল্লেখিত প্রধান পরীক্ষক, পরীক্ষক এবং প্রশিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতার বিধি ৩৬.১-এর ক, খ, গ, ঘ, ৩৬.২ এবং বিশেষ করে ৩৬.৩-এ বর্ণিত যোগ্যতার মাপকাঠি অনুযায়ী পরিচালিত হয় না। এ বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক জারি করা ‘নৌযান অধীক্ষক পরীক্ষার পরিদর্শন পরিচালনার বিধিমালা ২০২১’-এর ৩৬(১)(ক)-(গ) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে- পরীক্ষককে অবশ্যই বৈদেশিক জাহাজে চিফ ইঞ্জিনিয়ার এবং মাস্টার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকিতে হইবে এবং অনুমোদিত প্রশিক্ষণ সম্পন্ন করিতে হইবে।

এ সময় আরও বলা হয়, মেরিন একাডেমি ব্যতিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রার্থীদের জাহাজে যোগদানের পূর্বে কোনো অনুমোদিত মেরিটাইম প্রতিষ্ঠান হতে ২৪ মাসের ট্রেনিং করা বাধ্যতামূলক। এই অবস্থায় মাত্র ৬ মাসের ট্রেনিং করে ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজির ছাত্রদের অফিসার সিডিসি প্রদানের প্রস্তাবনাটি অত্যন্ত বৈষম্যমূলক ও অযৌক্তিক। নৌ-পরিবহন অধিদপ্তরের অধীনস্থ কোনো প্রতিষ্ঠান না হয়ে সম্পূর্ণভাবে দেশীয় এবং আন্তর্জাতিক নিয়মকে পাশ কাটিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি দেওয়ার এ ধরনের অপচেষ্টা বাংলাদেশের মেরিন সেক্টরের মারাত্মক ক্ষতি সাধন করবে।

মানববন্ধনে আরও বলা হয়, এভাবে সিডিসি ইস্যু করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। এ সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে বাংলাদেশ আইওএম-এর হোয়াইট লিস্ট থেকে বাদ পড়তে পারে; আন্তর্জাতিক রিক্রুটমেন্ট এজেন্সিগুলো নিম্নমানের কারণে বাংলাদেশি নাবিকদের ওপর আস্থা হারাবে; যথাযথভাবে ট্রেনিং সম্পন্ন করা যোগ্য ক্যাডেটদের প্রতি চরম বৈষম্য করা হবে এবং সামগ্রিকভাবে দেশের মেরিটাইম পেশা খাতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ধ্বংস হবে।

দুই দফা দাবি হলো : ১. ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্যাডেট সিডিসি প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যে ‘অন্যায্য প্রস্তাব’ করা হয়েছে, তা অবিলম্বে বাতিলের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. প্রয়োজনের অতিরিক্ত মেরিন ক্যাডেট এবং রেটিংস রিক্রুটমেন্ট বন্ধ করতে হবে। প্রতি বছর দেশীয় এবং আন্তর্জাতিক জাহাজে ফ্রেশ ক্যাডেট এবং রেটিংসদের প্রকৃত চাহিদা নিরূপণ করে সেই চাহিদার ভিত্তিতে ক্যাডেট এবং রেটিংস ভর্তির নীতিমালা তৈরি করে তা গেজেট আকারে কার্যকর করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা 

অনুকূল পরিবেশ হারাচ্ছে প্রকৃতির বন্ধু ফড়িং

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক রহমানসহ সব আসামির খালাসের রায় বহাল

যে ফল খেলে অধিকাংশ রোগ দূরে থাকবে

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

জাতির ক্লান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে : আজাদ

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার

অ্যানার্জি ড্রিংক ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়

ঘন ঘন জ্বর কিংবা হঠাৎ ওজন কমে যাওয়া কি ক্যানসারের লক্ষণ?

১০

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন বার্তা

১১

জলবায়ু পরিকল্পনা জমা দিতে গড়িমসি, ঝুঁকিতে প্যারিস চুক্তি

১২

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আজ

১৩

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

১৪

শিশু অপহরণকারী সন্দেহে আটক, পরে জানা গেল ‘শুটার’ রিয়াজ

১৫

আজ রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

১৬

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

১৭

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৯

তেল খাতে আবার শক্তিশালী হতে পারবে সিরিয়া?

২০
X