কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সচিবালয় থেকে সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী

সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

বিভিন্ন দাবিতে সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন। এর আগে প্রায় দুই ঘণ্টা ধরে সচিবালয় ঘিরে বিক্ষোভে অংশ নেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটকে জোর করে প্রবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন।

বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন।

অন্যদিকে, রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের দিকে রওনা হন। শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল বের করে সচিবালয় এলাকায় অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৪টার দিকে তারা প্রধান ফটক অতিক্রম করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সচিবালয়ে ঢোকার পর পুলিশের লাঠিচার্জে তাদের অনেকে আহত হয়েছেন। জানা গেছে, আহতদের মধ্যে ১০ থেকে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সচিবালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। পরে সচিবালয় থেকে বের হয়ে তারা ইট-পাটকেল ছোড়েন। উত্তেজনাকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সচিবালয় এলাকায় অবস্থান করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে দাভোস সম্মেলনে সানগ্লাস পরে বক্তব্য দিলেন মাখোঁ

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

গণভোট নিয়ে অবস্থান জানাল বিএনপি

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ করে দিল সরকার

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ : মেয়র শাহাদাত

বছরে ১০-২০টি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে উত্তর কোরিয়া

র‍্যাঙ্কিংয়ে নতুন রাজার নাম ঘোষণা করল আইসিসি

খালেদা জিয়া বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন : ড. মোশাররফ

১০

এ সপ্তাহের হলি-ওটিটি

১১

শরীয়তপুরের ৩টি আসনে নুরুদ্দিন অপুসহ ২১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১২

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আজ 

১৩

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

১৪

আইসিসি না বাংলাদেশ—কে পিছু হটবে আগে?

১৫

এনসিপিকে ছেড়ে দেওয়া যেসব আসনে জামায়াতের প্রার্থীরা সরেননি

১৬

কুমিল্লা-৩ আসন / বিএনপির প্রার্থী কায়কোবাদকে ঠেকাতে ষড়যন্ত্রের নেপথ্যে আ.লীগের সাবেক এমপি ও উপদেষ্টা

১৭

‘না’ ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করবে : নৌপরিবহন উপদেষ্টা

১৮

যেভাবে নজর কাড়লেন ওসাকা

১৯

বিছানা ও পুরুষ নিয়ে টাবুর ‘বিতর্কিত’ মন্তব্য! নেপথ্যে আসল সত্য কী?

২০
X