কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য ও মানবাধিকার কমিশন গঠনে দীর্ঘসূত্রতায় টিআইবির উদ্বেগ

টিআইবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
টিআইবির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রায় এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের করা তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই দুই প্রতিষ্ঠানের শূন্যতা রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সরকারের অবহেলার একটি অগ্রহণযোগ্য উদাহরণ। এতে করে সরকারের জন্য বিব্রতকর রেকর্ড হয়েছে। অবিলম্বে কমিশন দুটি গঠনের আহ্বান জানিয়েছে টিআইবি।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠন সরকারের স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকারের প্রতি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রতীক। অথচ দায়িত্ব গ্রহণের এক বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও কমিশন দুটি গঠনে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। কেন দীর্ঘকাল যাবত তা গঠিত হচ্ছে না তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও নেই। কমিশন দুটি অতীতে যত অকার্যকরতারই পরিচয় দিক, প্রায় এক বছর নেতৃত্বশূন্য রাখার বিব্রতকর রেকর্ড স্থাপনের পাশাপাশি সরকার তার অবাধ তথ্যপ্রবাহ ও মানবাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতি নির্বিকার অবহেলার দৃষ্টান্ত স্থাপন করেছে। এতো দীর্ঘসময় ধরে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন নেতৃত্বহীন অবস্থায় রাখা শুধু দুঃখজনক নয়, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য ম্যান্ডেটের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, কমিশন দুটি অতীতে যতই দুর্বলভাবে পরিচালিত হয়ে থাকুক না কেন, এক বছরেরও বেশি সময় ধরে এসব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে নেতৃত্বশূন্য রাখা দেশের জনগণের তথ্যে প্রবেশাধিকারের মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষায় সরকারের উদাসীনতা স্পষ্টভাবে তুলে ধরে।

ড. ইফতেখারুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক বছর তথ্য কমিশন না থাকা শুধু প্রশাসনিক শূন্যতা নয়, বরং তথ্যপ্রাপ্তির সাংবিধানিক অধিকারকে অস্বীকার করার নামান্তর। সরকারি তথ্য না পাওয়ার ক্ষেত্রে আপিল করার বা প্রতিকার পাওয়ার যে পথ সংবিধান স্বীকৃত করেছে, তা এখন বন্ধ হয়ে আছে। এমনকি কর্তৃত্ববাদী সরকারের আমলেও এত দীর্ঘ শূন্যতা দেখা যায়নি। এই উদাসীনতা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠছে,সরকার কি তার মেয়াদে তথ্য-প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি রাখতে এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষের প্রতিকার পাওয়ার পথ বন্ধ করেই রাখতে চায়?

মানবাধিকার কমিশনের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গত নভেম্বর থেকে মানবাধিকার কমিশন গঠিত হয়নি। অথচ জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রক্রিয়ায় আছে। এ অবস্থায় নিজস্ব মানবাধিকার কমিশন না থাকা দ্বিচারিতার পরিচায়ক। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন গঠন বাধ্যতামূলক, অথচ সরকারের এই ব্যর্থতা তার সদিচ্ছার বিপরীত ইঙ্গিত দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির পক্ষ থেকে গণতন্ত্র, সুশাসন, তথ্য প্রকাশ ও মানবাধিকারের প্রতি রাষ্ট্রীয় প্রতিশ্রুতি প্রতিপালনে অবিলম্বে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে, উভয় কমিশনের কার্যক্রমকে স্বাধীন, দক্ষ ও জনগণের আস্থাযোগ্য করার লক্ষ্যে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য জোর দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১০

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১১

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১২

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৩

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৪

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

১৫

রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয় : মির্জা ফখরুল

১৬

পলোগ্রাউন্ডে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

১৭

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন সেই বিতর্কিত পরিচালক

১৮

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

২০
X