সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম এবং উপাধ্যক্ষসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল।
সমন্বয় সভায় বিমানবাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিনিধিদলে ছিলেন- লুৎফুন্নিসা লোপা, আল আমিন, খাদিজা আক্তার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহিদ, ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর, বিএন, মাসলি আলম, রুফাত আলম ও মো. জিয়াউল আলম।
বিমান বাহিনী কর্তৃপক্ষ জানায়, সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
মন্তব্য করুন