২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে দেশের একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির দাবি, পাকিস্তান সফরে ফেব্রুয়ারির শুরুতে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে সেই দ্বিপাক্ষিক সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়ার বিষয়ে, যেখানে তৃতীয় দল হিসেবে থাকছে বাংলাদেশ।
বিসিবির এক সূত্র জানায়, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যাপারে পাকিস্তানের আগ্রহ বেড়েছে। যদিও আনুষ্ঠানিক প্রস্তাব এখনো বিসিবির হাতে পৌঁছায়নি, তবে অপ্রচলিত যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ঢাকায় অবস্থান করছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে। আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠেয় এই সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তার এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজটি হবে সাত ম্যাচের — যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, উপমহাদেশে আসন্ন আইসিসি টুর্নামেন্টগুলোকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার অতীত রেকর্ড আছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অজিরা। আবার ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কায় খেলেছিল টেস্ট ও ওয়ানডে সিরিজ।
এদিকে চলমান পাকিস্তান সিরিজ শেষ হলে এক মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে যাবে বাংলাদেশ দল, কারণ ভারতের নির্ধারিত আগস্ট সফর পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে, আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি নিয়ে চিন্তায় রয়েছে বিসিবি।
মন্তব্য করুন