রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজে অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতা দেখিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উদ্ধারকারী সেনা সদস্যদের সম্মাননা জানিয়েছেন।
সেনাসদর আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রশংসা করেন।
সেনা সদর জানিয়েছে, বিপদ সংকুল পরিস্থিতিতে কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য স্টাফদের উদ্ধার কার্যক্রমে সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিক আচরণ সেনাবাহিনীর পেশাগত মানদণ্ডের প্রতিফলন যা ভবিষ্যতে সকল সেনাসদস্যের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। বিমান বিধ্বস্ত হওয়ার পর সবার আগে উদ্ধারকাজে অংশ নেয় সেনাবাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিশুদের উদ্ধার করে নিয়ে আসে।
পরে ফায়ার সার্ভিস, বিমানবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্য, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উদ্ধার কাজে অংশ নেয়।
মন্তব্য করুন