আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি শুরু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানি চলছে।
শুনানিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ঢাকা, রংপুর ও রাজশাহীসহ পাঁচ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে চতুর্থ ও শেষ দিনের শুনানি শুরু হয়েছে। এসব অঞ্চলের মোট ১৮টি আসন ঘিরে জমা পড়েছে আড়াইশর বেশি দাবি-আপত্তি। নির্বাচন কমিশন এরই মধ্যে এই ১৮ আসনের ২৬২টি আবেদন নিয়ে শুনানি করছে।
এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি চলবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। আজই সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক শুনানি শেষ হওয়ার কথা, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এর আগে গত ৩০ জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনে ছোটখাটো পরিবর্তন এনে নতুন সীমানার খসড়া প্রকাশ করে ইসি। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। অন্যদিকে, কমানো হয়েছে বাগেরহাটের একটি আসন। নতুন প্রস্তাবে বাগেরহাটের আসন কমে তিনটি এবং গাজীপুরের আসন বেড়ে ছয়টি হবে। পরিবর্তনের মধ্যে রাখা হয়েছে রাজধানী ঢাকার ছয়টি আসনও। সীমানার পুনর্বিন্যাসের এ খসড়া প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে উল্লাসের পাশাপাশি ক্ষোভ-বিক্ষোভও দেখা দিয়েছে।
এদিকে খসড়া প্রকাশের পর প্রস্তাবিত ৩০০ আসন নিয়ে গত ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়। এতে ৮৩টি আসনে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন পড়ে। নির্ধারিত সময় অনুযায়ী গতকাল থেকে এ দাবি-আপত্তিগুলোর শুনানি শুরু হলে সেখানে মারামারি ও হাতাহাতিতে জড়ান দুপক্ষের লোকজন।
মন্তব্য করুন