টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সাত মাসে সাপের কামড়ের শিকার ৫৩৫ জন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে সাপের কামড়ে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। গত সাত মাসে জেলায় সাপের ছোবলে আক্রান্ত রোগীর সংখ্যা অন্তত ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৭২ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। এ সময়ে সাপের কামড়ে জেলায় দুজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় গত সাত মাসে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫ জন, জেনারেল হাসপাতালে ১২২ , কুমুদিনী হাসপাতালে ৬৪, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, মিজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৮, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জন এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে আহত হয়ে ২১ জন ভর্তি হয়।

তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৭২ জনকে স্থানান্তর করা হয়। এর মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন, বাসাইলে চারজন, মিজাপুরে একজন, সখীপুরে ১৭, কালিহাতীতে তিনজন, ঘাটাইলে ১৩ জন, ভূঞাপুরে তিনজন, গোপালপুরে একজন, মধুপুরে ৯ জন এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ জন।

সূত্রে আরও জানা গেছে, একই সময়ে সাপের কামড়ে আহত রোগীদের মধ্যে- টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ৭৩ জন, জেনারেল হাসপাতালের ১২২ জন, কুমুদিনী হাসপাতালের ৬৪, নাগরপুরে ১৬, দেলদুয়ারে ৪, বাসাইলে ৬, মির্জাপুরে ২২, সখীপুরে ৮১, কালিহাতীতে ৪, ঘাটাইলে ১০, ভূঞাপুরে ১২, গোপালপুরে ১৬, মধুপুরে ২৯ জন এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া দুজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা হচ্ছেন- নাগরপুর উপজেলার মন্টুর স্ত্রী আসমা খাতুন ও ভূঞাপুর উপজেলার আমিনুর রহমান।

সাপের ছোবলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আসমা খাতুনের মেয়ে হামিদা খাতুন জানান, মাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১১ জুন ভর্তি করা হয়। ভর্তির পরপরই চিকিৎসকরা দ্রুত অ্যান্টিভেনম এনে দেওয়ার জন্য লিখে দেন। এটি কিনে এনে দিলে চিকিৎসক পুশ করে এবং মাকে স্যালাইন দেয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মা মারা যান।

আমিনুর রহমানের বোনের স্বামী পারভেজ জানান, সাপের ছোবলে আহত অবস্থায় আমিনুর রহমানকে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ২ ঘণ্টা পর চিকিৎসকরা জানান, সেখানে অ্যান্টিভেনম নেই। অ্যান্টিভেনম না থাকায় বাইরে থেকে কিনে আনতে পরামর্শ দেন। বাইরে থেকে অ্যান্টিভেনম কিনে এনে দিলেও আমিনুর রহমানকে বাঁচানো যায়নি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কদ্দুছ বলেন, হাসপাতালে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে। এ ছাড়া অ্যান্টিভেনম নিয়ে কোনো চিকিৎসক রোগীকে বিভ্রান্ত করার কথা নয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মাহবুব আলম জানান, সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম ইঞ্জেকশন বর্তমানে জেলায় ১৩টি হাসপাতালে ৩৪৫টি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

১০

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

১১

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১২

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১৩

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১৪

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

১৫

নুরুল হকের স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ

১৬

ঢাবি শিক্ষক কার্জনসহ দুজনের জামিন মেলেনি

১৭

ডাকসু নির্বাচনে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আবিদুলের

১৮

কুমিল্লায় ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

১৯

দেশে জিপএক্স ডেমন জিআর ২৫০আর উন্মোচন

২০
X