কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মহড়া নিয়ে যা জানাল আইএসপিআর

সমাপনী অনুষ্ঠান। ছবি : আইএসপিআর
সমাপনী অনুষ্ঠান। ছবি : আইএসপিআর

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সমাপ্ত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস জাভেদ তানভীর খান বক্তব্য দেন এবং দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমানবাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহড়াটি গত ১৪ সেপ্টেম্বর বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে শুরু হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপৎকালীন সংকট নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ মূলত আপৎকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয়। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’-এ বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্স এর ৯২ জন সদস্য অংশগ্রহণ করে। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ওই মহড়ায় অংশগ্রহণ করেন।

এই যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ই করবে না, বরং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিমানবাহিনীর চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি প্রদান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বক্তব্যে আবার আলোচনায় আমির হামজা

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গানে মাতলেন মার্কিন সেনারা

পীর সাহেব চরমোনাই / দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে

ডাকসু নিয়ে অলীক তথ্য ছড়ানো হচ্ছে, জানালেন চিফ রিটার্নিং অফিসার

আবারও ফুঁসে উঠেছে তিস্তা

‘নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে মানুষ বুঝে গেছে’

বাংলাদেশের কাছে যেন ‘অসহায়’ ভারত, হারল বড় ব্যবধানে

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান কফিল উদ্দিনের

আ.লীগের ঝটিকা মিছিল / তেজগাঁও কলেজের শিক্ষক আসকর কারাগারে

১০

এশিয়া কাপ : শুধু বাংলাদেশের ভাগ্যেই এমন পরিণতি!

১১

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ

১২

‘নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

১৩

যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান

১৪

বিএনপির ৬ নেতাকে শোকজ

১৫

ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বেতন বঞ্চিত শিক্ষকদের সংবাদ সম্মেলন

১৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯

১৭

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

১৮

আফগানিস্তানে নিষিদ্ধ সেই আফিম চাষ করবে ইরান

১৯

তলিয়ে গেছে ৫শ একর ফসলি জমি

২০
X