কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমান ঝাঁকুনির সময় ভেতরে কী ঘটেছিল, জানালেন যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। প্রায় ৯ সেকেন্ড ধরে তীব্র টার্বুলেন্সের ঝাঁকুনিতে পড়ে এক কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে তারা সবাই নিরাপদ ছিলেন।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু সময় পর বিমানের বিজি ১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রামের হয়ে ঢাকায় ফিরছিল।

ওই ফ্লাইটের যাত্রী ও বিমানকর্মী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর দুর্ঘটনায় শিকার কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাঁ হাতের কনুইয়ের ওপরের (বাহু) হাড় ভেঙে অনেকটা আলাদা হয়ে গেছে।

মিথিলার একজন সহকর্মী জানিয়েছেন, মিথিলা তখন যাত্রী সেবা শেষ করে উড়োজাহাজের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন, আর অপর সহকর্মী নিজ আসনে বসে ছিলেন। ঠিক তখনই বিমানটি টার্বুলেন্সের শিকার হয়। ঝাঁকুনির তীব্রতায় মিথিলা ভারসাম্য হারিয়ে উড়োজাহাজের গ্যালির ফ্লোরে পড়ে যান এবং অচেতন হয়ে যান।

ওই ফ্লাইটের একজন যাত্রী জানিয়েছেন, ঝাঁকুনির সময় যাত্রীদের মধ্যে চিৎকার শুরু হয়। তবে প্রায় সবার সিটবেল্ট বাঁধা থাকায় বড় ধরনের আহত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কিছুক্ষণ পর ককপিট থেকে ঘোষণা আসে, ফ্লাইটে কোনো চিকিৎসক রয়েছেন কিনা। ঘোষণার পর একজন প্যারামেডিক্স চিকিৎসক নিজেকে পরিচয় দেন এবং অচেতন কেবিন ক্রুর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। ততক্ষণে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

মিথিলার সহকর্মীরা জানিয়েছেন, ফ্লাইটটি অবতরণের পর জরুরি চিকিৎসার জন্য বিমানের মেডিকেল সেন্টারের কোনো চিকিৎসক পাওয়া যায়নি। শুক্রবার হওয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির মেডিকেল সেন্টারও বন্ধ ছিল! বিমানের মোটরপার্টস শাখার চালক না পাওয়ায় অ্যাম্বুলেন্স সেবাও মেলেনি। পরে একজন নারী সহকর্মী মিথিলাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। এমন পরিস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে অন্য কেবিন ক্রুদের মধ্যে।

মাঝেমধ্যে উড়োজাহাজ টার্বুলেন্সের শিকার হওয়ার খবর মেলে। মাঝেমধ্যে ঝাঁকুনির খবর মিললেও স্মরণকালে এবারই প্রথম ঢাকার আকাশে বড় ধরনের এ টার্বুলেন্স দুর্ঘটনায় পড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি। এর আগে গত বছরের মে মাসে মাঝ আকাশে মারাত্মক টার্বুলেন্সের শিকার হয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। তখন বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়।

এভিয়েশনের ভাষায় দুই বিপরীতমুখী বাতাসের সংঘর্ষের কারণে তৈরি হওয়া বায়ুর একধরনের অনিয়মিত প্রবাহকে টার্বুলেন্স বলা হয়। বিপরীতমুখী বায়ুপ্রবাহের এ ধাক্কাধাক্কির মধ্যে উড়োজাহাজ এসে পড়লেই এক বা একাধিক মারাত্মক ঝাঁকুনি লাগতে পারে। উড়োজাহাজের গতিবিধি ও উচ্চতায় আকস্মিক পরিবর্তনের পাশাপাশি এক ধাক্কায় উড়োজাহাজ কয়েক হাজার ফুট নিচে নেমে যেতে পারে। বাতাসের চাপ খুব বেশি থাকলেও উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনো সংকেত ছাড়াই এমনটা ঘটার কারণে সাধারণত পাইলটদের কিছু করারও থাকে না। এ টার্বুলেন্সের সময় যাত্রীদের সিটবেল্ট না থাকলে হতাহতের মতো ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার ৩টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি

দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের ভ্যানগার্ডের মতো পাহারা দেওয়ার আহ্বান

স্বামীর প্রতি বিশ্বস্ততার প্রমাণ দিতে গরম তেলে হাত চুবানো হলো গৃহবধূর

ভ্যাভ প্রোডাকশনস ও ব্রেভ হর্সের যৌথ চুক্তি স্বাক্ষর

‘তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে’

প্রেমিকের মৃত্যুর ১২ দিন পর চলে গেলেন প্রেমিকাও

বিএনপি নেত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান, না হলে ব্যবস্থা নেবে ছাত্রশিবির

মাটি খুঁড়তেই মিলল কলসভর্তি মুদ্রা

দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি রোববার  

৪০ দিনের বেশি নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কি?

১০

প্রজ্ঞা-আত্মা’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত / তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের

১১

বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

১২

খেলেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে, এখন গ্রেপ্তার পুলিশের হাতে

১৩

চাকসু নির্বাচনে নতুন প্যানেল

১৪

ঢাকার আকাশ ঘোলাটে থাকার কারণ জানালেন আবহাওয়াবিদরা

১৫

ইউরোপজুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল

১৬

‘ভাঙন ঠেকাও, হাসারপাড় বাঁচাও’

১৭

শুধু জাপা নয়, বিএনপি-জামায়াতও দোষের ভাগীদার : আনিসুল

১৮

‘খেতে যাওয়ায়’ ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, যে ব্যাখ্যা দিল পুলিশ

১৯

সাদাপাথর এলাকায় প্রশাসনের জরুরি নির্দেশনা

২০
X