মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
যৌথ সংবাদ সম্মেলন

ইসকনসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান

সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জাতীয় সংহতি ও শান্তি রক্ষায় ইসকন বাংলাদেশসহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী এবং সব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো।

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। এ সময় সম্প্রীতি বিনষ্টে অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিও জানানো হয়।

লিখিত বক্তব্যে যৌথ সংবাদ সম্মেলনের সমন্বয়ক ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, সম্প্রতি কিছু ঘটনায় প্রতীয়মান হচ্ছে যে, শান্তিপ্রিয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিথ্যাচার, গুজব ও অশুভ তৎপরতার মাধামে আমাদের দেশে আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসম্পর্ক বিনষ্ট করার অপচেষ্টা চলছে। এসবের মধ্য দিয়ে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের আত্মবিশ্বাস দুর্বল করা এবং সর্বোপরি জাতির ঐক্য ও সংহতিকে বিপর্যন্ত করার অপকৌশল অবলম্বন করা হচ্ছে। এ পরিস্থিতিতে আমরা সরকার ও সংশ্লিষ্ট সর্বোচ্চ নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

তিনি সাম্প্রতিক পরিস্থিতির কিছু চিত্র তুলে ধরে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ইসকন সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা তথ্য এবং চরম বিদ্বেষমূলক বক্তব্য, দেয়াল লিখন, প্রচারপত্র বিতরণ এবং প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে বিক্ষোভ-মিছিলসহ নানাভাবে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রকাশ্যে ইসকন ভক্তসহ হিন্দুদের হত্যা এবং প্রতিনিয়ত মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো হুমকিও দেওয়া হচ্ছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ইসকন ভক্তসহ ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হয়রানির শিকার হতে হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ইসকনের মতো একটি আন্তর্জাতিক ধর্মীয়, শান্তিপ্রিয় ও মানবকল্যাণমূলক সংস্থাকে সন্ত্রস্ত ও কলঙ্কিত করার অপপ্রয়াস মাত্র।

ইসকন সম্পর্কে সংগঠনটির বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক বলেন, ইসকন একটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। ইসকন সব ধর্ম ও মত-পথের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল। যুগ যুগ ধরে শুধু শান্তি, অহিংসা, মানবসেবা ও ভ্রাতৃত্ববোধের বার্তা প্রচারে নিবেদিত। আমরা কোনো প্রকার সহিংসতা, প্রতিহিংসা বা ঘৃণাকে কখনো সমর্থন করি না। ইসকনের কার্যক্রম বিশ্বজুড়ে নন্দিত এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইসকনের কার্যক্রমকে সহযোগিতা করছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে ইসকনকে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তকমা লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব হতে পারে।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপতৎপরতায় জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের সব মন্দির, মঠ, আশ্রমসহ সব সংখ্যালঘু ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকরভাবে জোরদারসহ দেশের সব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে কঠোর ও নিবিড় পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ এবং যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কাজে জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংকট উত্তোরণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, আসুন, আমরা সবাই দল-মত ও জাতি-ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা বিশ্বাস করি, সরকার ও দেশের শান্তিপ্রিয় জনগণের সম্মিলিত সহযোগিতা থাকলে বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সর্বদা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, দেশে এখন যে পরিস্থিতি, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগার করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে। তাদের আরও তৎপর হতে হবে। অন্যদিকে আমাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফেসবুক-ইউটিউবে উসকানিমূলক কিছু প্রচার হতে দেখলে আমরা যেন সঙ্গে সঙ্গেই তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তিনি আরও বলেন, সামনে নির্বাচন। আমরা যেন দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হই, সেটা আমাদের সম্প্রদায় থেকে বলতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুভাপতি বাসুদেব ধর বলেন, সরকার গঠনের পরপরই প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে বলেছিলেন, আমরা সবাই ‘এক পরিবার’ এর সদস্য। কিন্তু সেটা হচ্ছে না বলে আজ চারদিকে সহিংসতা, হানাহানির ঘটনা ঘটছে। আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। তাই আমাদের প্রত্যাশা, আগামী নির্বাচিত সরকার এক পরিবার গঠনে ভূমিকা রাখবে। দেশবাসী মনে করে, ‘এক পরিবার’ বাস্তবায়িত হলে সাম্প্রদায়িকতা থাকবে না, ধর্মান্ধতাও থাকবে না।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্য মোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ বলেন, সামনে নির্বাচন। নির্বাচন এলেই আমরা আতঙ্কগ্রস্ত হই। এ অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। অন্যথায় সংখ্যালঘুদের একত্রিত হয়ে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকবে না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি জেএল ভৌমিক, ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ, সহসভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রদীপ আচার্য্য প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধারে লড়বেন বিএনপির নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

১০

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১১

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১২

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১৩

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৪

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৫

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৬

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

১৭

জোট-সঙ্গীদের জন্য যেসব আসন রাখল বিএনপি

১৮

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৯

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

২০
X