

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে সারা দেশে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (০৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারেরও বেশি আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্বে যুক্ত করার আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় তাদের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, সদস্যদের প্রশিক্ষণ ইতোমধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে শেষ হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা বজায় রাখা, ব্যালট পরিবহন নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন।
এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি যৌথ পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।
গত শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।
মন্তব্য করুন