রাজধানীর মোহাম্মদপুরে সার্জেন্টের ওপর হামলার অভিযোগে করা মামলায় দিলারা আক্তার ও তার মেয়ে তাসফিয়া ইসলাম জামিন পেয়েছেন।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ জামিন মঞ্জুর করেছেন।
আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক এশারত আলী বিষয়টি জানিয়েছেন।
এদিন আসামিপক্ষে তাদের আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য সার্জেন্ট হালিমা খাতুন গাড়ির মালিক দিলারা খাতুনের পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এরপর পুলিশ বক্সে গিয়ে হালিমাকে কিল, ঘুষি ও থাপ্পড় মারতে শুরু করে আসামি তাসফিয়া ও তা মা দিলারা এবং হুমকি দেন। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ওই সার্জেন্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন