কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আইন সংশোধন

চেয়ারম্যানের মেয়াদ শেষে ইউপিতে বসবে প্রশাসক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পৌরসভা ও জেলা পরিষদের মত ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যানদের মেয়াদ শেষ হলে পরবর্তী নির্বাচন পর্যন্ত সেখানে প্রশাসক বসানো হবে। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়াও মেয়াদ শেষের আগের তিন মাসের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার ( সিটি করপোরেশন) আইনে এমন বিধান রেখে আইনটিতে সংশোধন এনেছে সরকার।

আজ সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইন দুটির সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ফিরে বিকেল ৫টায় প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সংশোধিত আইনে ‘ইউনিয়ন পরিষদ সচিব’ পদটি বদলে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব বলেন, আইনে বলা হয়েছে নতুন কোনো ইউনিয়ন গঠন করা হলে কিংবা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে। এই আইনের বিধান অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান ও সদস্যদের শপথ নেওয়ার তারিখ থেকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম সভার আয়োজন করতে হবে। বর্তমান আইনে চেয়ারম্যান ও সদস্যদের নাম সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে হবে সিটি নির্বাচন

মেয়াদ শেষ হওয়ার আগের ৩ মাসের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন শেষ করতে হবে। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, বর্তমান আইনে করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয়। সংশোধিত আইনে সময়সীমা কমিয়ে তিন মাস করা হয়েছে। অর্থাৎ মেয়াদ শেষের আগের তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সিটি করপোরেশনে একজন সচিব আছেন। তার পদবি পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। সিটি করপোরেশন এলাকার ড্রেনেজ ব্যবস্থাকে করপোরেশনের কার্যপরিধির অধীনে আনা হয়েছে। এ ছাড়া বর্তমানে বছরে মেয়র ও কাউন্সিলরা বছরে তিন মাসের ছুটি পান। এ ছুটি কমিয়ে বছরে এক মাস করা হয়েছে। করপোরেশন এলাকায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাস্তা, নালা নর্দমা কিংবা ডোবা থাকলে তা পরিষ্কার না করলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এখন কোনো ওয়ার্ড কাউন্সিলর পদে না থাকলে কিংবা পদ ফাঁকা হলে পাশের অন্য ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়। খসড়া আইন অনুযায়ী এক্ষেত্রে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে (তিনটি ওয়ার্ড মিলে একজন কাউন্সিলর) দায়িত্ব দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X