কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রান্সজেন্ডার ও হিজড়া উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রণোদনা দিয়েছে ‘বন্ধু’

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ক্ষুদ্র এবং মাঝারি ৯ উদ্যোক্তাকে বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে ‘বন্ধু’। ছবি : কালবেলা
ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ক্ষুদ্র এবং মাঝারি ৯ উদ্যোক্তাকে বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে ‘বন্ধু’। ছবি : কালবেলা

সচেতনা বৃদ্ধির মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরিতে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ক্ষুদ্র এবং মাঝারি ৯ উদ্যোক্তাকে বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে ‘বন্ধু’। প্রথম কিস্তিতে দিয়েছে ৫০ হাজার টাকা। তিন মাস পর দ্বিতীয় কিস্তিতে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের মানবাধিকার কমিশনের কনফারেন্স কক্ষে ‘বন্ধু’ এবং জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে নির্বাচিত ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ক্ষুদ্র এবং মাঝারি ৯ উদ্যোক্তার হাতে প্রথম কিস্তির ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ বলেন, জন্ম নেওয়া একজন শিশুর স্বাভাবিক বিষয়কে আমরা জটিল করে দেখি। আমরা জানি না কোন পরিবারে নারী, পুরুষ বা পৃথক একটি লিঙ্গ হিসেবে কেউ জন্ম নিবে। এখানে কারো দায় নেই। প্রত্যেকের পরিবারেই এরকম একটি সম্ভাবনা থাকতে পারে। এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। এ জন্য ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনটি দ্রুত কার্যকর করতে হবে। তাহলে এই জনগোষ্ঠীর ক্ষমতায়ন দ্রুত সম্ভব হবে।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার, হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের আত্মকর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করছে উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। বন্ধুর নির্বাহী পরিচালক সালেহ আহমেদ বলেন, ২০২৩-২৪ সালের মধ্যে ২০০ ট্রান্সজেন্ডার, হিজড়া জনগোষ্ঠীর লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছি। তার মধ্যে ৪৭ জনকে চাকরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে যুক্ত করতে যাচ্ছি।

আর্থিক প্রণোদনা পেয়েছেন চন্দ্রলতা- আরিফুল ইসলাম আলিফ, এল আর ফ্যাশন হাউস- লিনিয়া শাম্মী ও মো. রফিকুল ইসলাম রয়েল, উত্তরণ ফুড কর্নার- শোভা সরকার, ওমেন্স ল্যান্ড বিউটি স্যালুন- অর্ণব নয়ন, উত্তরণ বিউটি পার্লার- তানিশা ইয়াসমিন চৈতি, রূপান্তর- আনোয়ারা ইসলাম রানি, মাহফুজ এগ্রো ফার্ম- মাহফুজ আলম, সিঁড়ি হস্তশিল্প- আরিফা ইয়াসমিন ময়ূরী এবং উত্তরণ বিউটি পার্লার ২- অনন্যা বণিক। তাদের কর্মজীবন তুলে ধরেন বন্ধুর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল হাসান।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) ড. মো. মোকতার হোসেন, ইউএন-এইডস কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা রুহুল রবিন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১০

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১১

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১২

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৩

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৪

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৫

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৬

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৭

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৮

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৯

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

২০
X