লক্ষ্মীবাজার কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আহসান সিদ্দিকীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
শিশু কিশোরদের উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া এ আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক সরদার, হাজী মো. শরীফ চৌধুরী, মো. উমর ফারুক, ডা. অসিত মজুমদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসেন বেপারি, প্রীতম আহমেদ বাবুল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বরকত-ই-খুদা, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আসমা, কৃষি বিষয়ক সম্পাদক জয় মাহমুদ রাজ, সহ চলচ্চিত্র বিষয়ক সম্পাদক এরফান উদ্দীন সাজান, কার্যকরী সদস্য অসিম মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি কে এম নাহিদ, সাধারণ সম্পাদক মো. শাহীন খান, সহসভাপতি মো. আবু জাহের টুটুল, সিনিয়র নেতা আকবর হোসেন সোহেল, ঢাকা জেলার সভাপতি অ্যাড. খোরশেদ আলম, ঢাকা জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হোসেন মাটি, কেন্দ্রীয় নেতা রফিকুল আলম রাজীব, কামাল হোসেন, বিল্পব উদ্দিন, হেলেনা আক্তার, নিলুফা ইয়াসমিন, আয়েশা বেগম, শুভ্রা ঘোষ, তপতী সাহাসহ অসংখ্য নেতাকর্মী ও শিশু কিশোররা।
নেতারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের দৃঢ় প্রত্যয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার শপথ গ্রহণ করেন এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের অমানবিকভাবে শিশু হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান। এ ছাড়া আন্তর্জাতিক শাখাসহ সারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ শেখ রাসেলর জন্মদিন পালিত হয়।
মন্তব্য করুন