ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) তাদের ‘৬০ বছর পূর্তি অনুষ্ঠান এবং বিনিয়োগ মেলা ২০২৩ এর তারিখ পরিবর্তন করেছে। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির পূর্বনির্ধারিত সময় ৮ এবং ৯ নভেম্বর থেকে পরিবর্তন করে ১৯ এবং ২০ নভেম্বর ২০২৩ করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধনের সম্মতি দিয়েছিলেন। কিন্তু আগামী ৬-৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির 'উইমেন ইন ইসলাম' সম্মেলনে যোগদানের কথা রয়েছে। এ কারণে তিনি আগামী ১৯ তারিখে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত আমাদের এ অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি প্রদান করেছেন।
সভাপতি আরও জানান, ‘ফরেভার ফিউচারস ফরওয়ার্ড’ এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্টির সব ধরনের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, শুধু তারিখ পরিবর্তন হয়েছে। এ ছাড়া আমাদের পুরো অনুষ্ঠান সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) অনুষ্ঠানটির স্ট্র্যাটেজিক পার্টনার। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এফআইসিসিআইর গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স : এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন। এ ছাড়া বিনিয়োগ মেলার পাশাপাশি ‘গ্রিন ভ্যাল্যু চেইন’ এবং ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট : কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১’ বিষয়ের ওপর দুটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশীয় সফল করপোরেট কর্মকর্তাবৃন্দসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন বলে আশা করছেন আয়োজকরা।
মন্তব্য করুন