শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সহধর্মিণী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত-সচিব জিন্নাতুন নাহার শাহানার (৬৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ভারতের নারায়ানা হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জিন্নাতুন নাহার শাহানা। কিডনি সমস্যাজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
এক শোক বার্তায় কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার জানায়, তার মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। শেকৃবি পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মন্তব্য করুন