কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

তিতাস পারের মানুষটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চিত্রনাট্য উদ্বোধন

শিল্পকলা একাডেমিতে তিতাস পারের মানুষটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চিত্রনাট্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে তিতাস পারের মানুষটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চিত্রনাট্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা। ছবি : কালবেলা

বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আনায় ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি শাসকেরা কখনোই ক্ষমা করেনি। তারই ফলশ্রুতিতে একাত্তরের মুক্তিযুদ্ধে ২৯ মার্চ পাকিস্তান সেনাবাহিনী পঁচাশি বছরের বৃদ্ধ ধীরেন্দ্রনাথ দত্তকে বন্দি করে এবং এপ্রিল মাসে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে একজন দেশপ্রেমিককে নির্মমভাবে হত্যা করে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে তিতাস পারের মানুষটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চিত্রনাট্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আরমা দত্ত এমপি বলেন, আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম তিতাস নদীর পাড়ে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে আছেন। গণপরিষদের প্রথম অধিবেশনের প্রথম দিনই দুটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছিলেন দাদু। এর একটি উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের দাবি জানান। এর মাত্র দু’দিন পর ২৫ ফেব্রুয়ারি এই প্রস্তাবের সপক্ষে ধীরেন্দ্রনাথ দত্তের বক্তব্য উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে আইন-সভায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, গণপরিষদের সহ-সভাপতি ফরিদপুরের মৌলভী তমিজউদ্দীন খান ও পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ঢাকার নবাব পরিবারের খাজা নাজিমুদ্দীন এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্ত যুক্তি দিয়ে তাদের বোঝাতে চেয়েছিলেন। পাকিস্তানের ছয় কোটি নব্বই লক্ষ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লক্ষ মানুষের ভাষা বাংলা। সেক্ষেত্রে বাংলা সংখ্যাগরিষ্ঠের ভাষা। তাকে শুধু প্রাদেশিক ভাষা বলে অবহেলা করা যায় না।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, বাংলাদেশের হিন্দু মুসলমানের যে সমাজ, এই সমাজকে ধ্বংস করার জন্য একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করেছিল, সাধনা ঔষধালয় রসায়নের গবেষক ড. যোগেশ চন্দ্র ঘোষ, কুমুদিনী ট্রাস্ট এর রণদাপ্রসাদ সাহাকেও ওরা নির্মমভাবে হত্যা করেছিল। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলার প্রতি জোর দিয়েছেন। তিনি করাচি থেকে তেজগাঁও বিমানবন্দরে ২৫ ফেব্রুয়ারি এসে নামলে ছাত্র সমাজ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। সেখানে বঙ্গবন্ধুও উপস্থিত ছিলেন।

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ধীরেন্দ্রনাথ দত্ত একজন দেশ প্রেমিক ছিলেন। তার নামে ব্রাহ্মণবাড়িয়ায় ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর করা হয়। যেটা স্বাধীনতা বিরোধীরা পুড়িয়ে দিয়েছিল।

বুদ্ধিজীবী ও লেখক শাহরিয়ার কবির বলেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই স্বাধীন বাংলাদেশের মানুষ পাকিস্তানের চেয়ে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান, দেশ প্রেম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিতাস নদীর পারের মানুষটি ধীরেন্দ্রনাথ দত্ত চিত্রনাট্যটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

আবেগে ভাসলেন রানী মুখার্জি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

১০

চিনি খাওয়া কমালে কি ক্যানসার প্রতিরোধ হয়? যা বললেন চিকিৎসক

১১

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহীর মরদেহ উদ্ধার

১২

জামায়াতকে নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবর ইস্যুতে যা বললেন ফরহাদ মজহার

১৩

এক নজরে অস্কার মনোনয়ন

১৪

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

১৫

মুসাব্বির হত্যা : আরেক ‘শুটার’ গ্রেপ্তার

১৬

শুটিং ফেলে হঠাৎ কেন বাংলাদেশে শাকিব খান?

১৭

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলন মাস্কের

১৮

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের

১৯

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

২০
X