স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদের অবস্থা নিয়ে যা বলছে বিসিবি

রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার জেরে শুধু উপমহাদেশ নয়, ক্রিকেট দুনিয়াও টালমাটাল। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে দেশটিতে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ঘিরে উদ্বিগ্ন দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে স্বস্তির খবর, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (৯ মে) এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, রিশাদ-নাহিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন পিএসএল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। এরই মধ্যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং আজ রাতেই আরব আমিরাতে পাড়ি জমাবেন এই দুই ক্রিকেটার।

ফারুক বলেন, ‘মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে, তা আমাদেরকেও ভাবাচ্ছে। যেহেতু আমাদের জাতীয় দলের দুই ক্রিকেটার পাকিস্তানে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, তাই শুরু থেকেই আমরা তাদের খোঁজখবর রাখছি। ক্রিকেট অপারেশনস থেকে শাহরিয়ার নাফিস নিয়মিত যোগাযোগে ছিলেন। আমি নিজেও পিএসএলের সিইও-র সঙ্গে ফোনে কথা বলেছি, এমনকি পিসিবি সভাপতিকে ব্যক্তিগতভাবে মেসেজও দিয়েছি।’

তিনি আরও জানান, বিদেশি খেলোয়াড়দের একত্র করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি সম্মিলিতভাবেই সিদ্ধান্ত হয়েছে। বিসিবি এখান থেকে শুধু পিএসএল কর্তৃপক্ষের সঙ্গেই নয়, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ রেখেছে যাতে প্রয়োজনে কূটনৈতিক সহায়তাও নেওয়া যায়।

তবে শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে পিএসএল কাভার করতে যাওয়া দুইজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তার দিকেও নজর রেখেছে বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘আমরা দুই সাংবাদিকের সঙ্গেও কথা বলেছি। তাদের নাম আমরা বিসিবি থেকে স্পষ্ট করে পাঠিয়েছি যাতে তাদেরকেও খেলোয়াড়দের সঙ্গে একসাথে সরিয়ে নেওয়া হয়। তারা দায়িত্ব পালন করতে গেছেন, আর বিসিবি মনে করে এই দিকেও আমাদের দায়িত্ব রয়েছে।’

পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের দায়িত্বশীল অবস্থান ক্রিকেট বোর্ডের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এখন অপেক্ষা—রিশাদ-নাহিদ ও সাংবাদিকরা যেন সুস্থভাবে নিরাপদে ফিরে আসেন, সেটিই সকলের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১০

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১১

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১২

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৩

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৪

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৫

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৬

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৭

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৮

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১৯

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

২০
X