ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার জেরে শুধু উপমহাদেশ নয়, ক্রিকেট দুনিয়াও টালমাটাল। এই পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে দেশটিতে অবস্থান করা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ঘিরে উদ্বিগ্ন দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে স্বস্তির খবর, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (৯ মে) এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, রিশাদ-নাহিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন পিএসএল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। এরই মধ্যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং আজ রাতেই আরব আমিরাতে পাড়ি জমাবেন এই দুই ক্রিকেটার।
ফারুক বলেন, ‘মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে, তা আমাদেরকেও ভাবাচ্ছে। যেহেতু আমাদের জাতীয় দলের দুই ক্রিকেটার পাকিস্তানে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, তাই শুরু থেকেই আমরা তাদের খোঁজখবর রাখছি। ক্রিকেট অপারেশনস থেকে শাহরিয়ার নাফিস নিয়মিত যোগাযোগে ছিলেন। আমি নিজেও পিএসএলের সিইও-র সঙ্গে ফোনে কথা বলেছি, এমনকি পিসিবি সভাপতিকে ব্যক্তিগতভাবে মেসেজও দিয়েছি।’
তিনি আরও জানান, বিদেশি খেলোয়াড়দের একত্র করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়টি সম্মিলিতভাবেই সিদ্ধান্ত হয়েছে। বিসিবি এখান থেকে শুধু পিএসএল কর্তৃপক্ষের সঙ্গেই নয়, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ রেখেছে যাতে প্রয়োজনে কূটনৈতিক সহায়তাও নেওয়া যায়।
তবে শুধু ক্রিকেটাররাই নয়, পাকিস্তানে পিএসএল কাভার করতে যাওয়া দুইজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তার দিকেও নজর রেখেছে বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘আমরা দুই সাংবাদিকের সঙ্গেও কথা বলেছি। তাদের নাম আমরা বিসিবি থেকে স্পষ্ট করে পাঠিয়েছি যাতে তাদেরকেও খেলোয়াড়দের সঙ্গে একসাথে সরিয়ে নেওয়া হয়। তারা দায়িত্ব পালন করতে গেছেন, আর বিসিবি মনে করে এই দিকেও আমাদের দায়িত্ব রয়েছে।’
পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের দায়িত্বশীল অবস্থান ক্রিকেট বোর্ডের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এখন অপেক্ষা—রিশাদ-নাহিদ ও সাংবাদিকরা যেন সুস্থভাবে নিরাপদে ফিরে আসেন, সেটিই সকলের প্রত্যাশা।
মন্তব্য করুন