গাজীপুরের কালীগঞ্জে গত ৮ নভেম্বর চলন্ত কাভার্ডভ্যানে পেট্রলবোমা ছুঁড়ে মারেন জামায়াত-বিএনপির অবরোধকারীরা। এতে দগ্ধ হন গাড়িতে থাকা বিপ্রজিৎ বাওয়ালী (২০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সেই দিনের ঘটনা নিজের মুখে বর্ণনা করেছেন তিনি।
বিপ্রজিৎ বাওয়ালী বলেন, আমার বাড়ি রাজবাড়ী জেলায়। আমি একজন মেকানিক, আমি বগুড়া থেকে কাজ শেষ করে ফিরছিলাম। পথে বিএনপি-জামায়াতের লোকেরা আমাদের গাড়িতে হামলা করে। আমি এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের শাস্তি চাই এবং সরকারের কাছ থেকে আমি আর্থিক সাহায্য চাই।
গত ৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গাজীপুর থেকে রূপগঞ্জ যাওয়ার পথে কালীগঞ্জ এলাকার গলান প্রাইমারি স্কুলের সামনের বাইপাস সড়কে একটি কার্ভাডভ্যানে পেট্রল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওই দিন টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে দুবৃর্ত্তরা। পরে গাড়িটি থামিয়ে আগুন দেওয়া হয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে উলুখোলা পুলিশ ফাঁড়ি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জ্বলন্ত ভ্যানটি সড়ক থেকে অন্যত্র সরিয়ে নেয়। পরে সড়কটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
মন্তব্য করুন