কারাবন্দি দুই জন শিক্ষক সহকর্মীর পরিবারকে সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। বুধবার দুপুরে (১৩ ডিসেম্বর) বিকেলে ইউট্যাবের একটি প্রতিনিধি দল এই সহায়তা পৌঁছে দেন।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে মিথ্যা ও গায়েবি মামলায় দুই জন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এবং ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের তত্ত্বাবধানে ওই দুই জন শিক্ষকের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই শিক্ষকের পরিবারকে সহায়তা পৌঁছে দেন ইউ্যট্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গ্রেপ্তার নেতার পরিবারের সদস্যদের মাঝে একটি চিঠি ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ ছাড়াও বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউট্যাব। সম্প্রতি কয়েকটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানিয়েছেন, পর্যায়ক্রমে নির্যাতিত ও গ্রেপ্তার আরও নেতাদের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে খোঁজ নেওয়া হবে।
মন্তব্য করুন