কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পর আজ থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ২৩ মিনিটে সেতু সচিব মো. মঞ্জুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায়ে দুপাড়ে একটি করে স্মার্ট বুথ আছে। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই রোবটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করবে। নির্ধারিত টোল আদায় করলে স্ক্রিনে দেখা যাবে। এরপর টোল কাটা হলে ব্যারিয়ার উঠবে।

সংশ্লিষ্টরা আরও জানান, দুই পাড়েরই ১ নম্বর বুথে চালু করা হয়েছে শুধু আরএফআইডি পদ্ধতি। আর দুপাড়ের ২ নম্বর বুথে হাইব্রিড। এই বুথে তিনটি পদ্ধতি আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ চালু করা হয়েছে। আর দুপাড়ের ৩ থেকে ৭ নম্বর—পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি চালু রয়েছে। কার্ডে ব্যালান্স থাকলে টাচে ক্যাশলেস টোল দেওয়া যাবে। এ জন্য এ বুথগুলোর পাশে গাড়ির উচ্চতা বিবেচনা করে তিন রকম উচ্চতায় কার্ড পাঞ্চ করার মেশিন স্থাপন করা হয়েছ। এ ৫টি বুথে কেউ চাইলে নগদেও টোল দিতে পারবেন। একইভাবে জাজিরা প্রান্তের ৮ ও ৯ এবং মাওয়া প্রান্তের ৮ নম্বর বুথে মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট করে আগের মতোই ম্যানুয়ালি কম্পিউটারে টোল আদায় চালু রাখা হয়েছে।

তারা জানান, সংক্রিয়ভাবে টোল আদায় শুরু হওয়ায় দুপাড়ে দুটি বুথ বাড়ানো হয়েছে। তাই ১৫টির স্থলে এখন সেতুর দুপাড়ের প্রবেশ পথে ১৭টি টোল বুথ চালু করা হয়েছে। এর মধ্যে ১৪টিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের সক্ষমতা রয়েছে। এই বুথগুলোর ক্যামেরায় গাড়ির নম্বর আসতেই বিআরটির সার্ভারের সঙ্গে যুক্ত থাকার কারণে স্ক্রিনে টোলের পরিমাণ দেখা যাবে।

নতুন এ দুই পদ্ধতি ব্যবহারে প্লাজা অতিক্রমে কোনো সময় অপচয় হবে না। তবে সেতু ব্যবহারকারী যানগুলো এ কার্ড বা রেজিস্ট্রেশন করা না থাকায় এর সুফল এখনো পুরোপুরি পাচ্ছে না।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার কাছে বুথ চালু করা হচ্ছে। সেখান থেকে কার্ড গ্রহণ এবং রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি আরও জানান, ৪ জুন পর্যন্ত কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় করা হয়। নতুন পদ্ধতিতে পরীক্ষামূলক টোল আদায় প্রত্যক্ষ করতে সেতু সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

দুপুরের পর ঢাকায় তীব্র বজ্রবৃষ্টির শঙ্কা

জুবিনকে বিষ খাইয়ে মারা হয়েছে, দাবি সহশিল্পীর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

৩৫ ছক্কা, ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রান করা কে এই ব্যাটার

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

২ জন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? সঠিক নিয়ম জেনে নিন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যে কারণে সঞ্জয়ের সঙ্গে প্রেম বিচ্ছেদ হয় মাধুরীর

১০

নাক মাটিতে না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে কি নামাজ হবে?

১১

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

১২

হঠাৎ মুখোমুখি রণবীর-দীপিকা

১৩

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ / ব্রাজিলের ছিটকে যাওয়ার দিনে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

১৪

রাগ করে বাসা থেকে বের হওয়া তরুণের মরদেহ মিলল ধানমন্ডি লেকে

১৫

মানব পাচারকারীদের ঘাঁটিতে বিজিবির হানা

১৬

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৭

চা বাগান শ্রমিক সর্দার হত্যা, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

১৮

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

১৯

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল / গ্রেটা থুনবার্গ ক্ষুধার্ত, বাকিদের ভাগ্যে যা ঘটেছে

২০
X