কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পর আজ থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ২৩ মিনিটে সেতু সচিব মো. মঞ্জুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায়ে দুপাড়ে একটি করে স্মার্ট বুথ আছে। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই রোবটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করবে। নির্ধারিত টোল আদায় করলে স্ক্রিনে দেখা যাবে। এরপর টোল কাটা হলে ব্যারিয়ার উঠবে।

সংশ্লিষ্টরা আরও জানান, দুই পাড়েরই ১ নম্বর বুথে চালু করা হয়েছে শুধু আরএফআইডি পদ্ধতি। আর দুপাড়ের ২ নম্বর বুথে হাইব্রিড। এই বুথে তিনটি পদ্ধতি আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ চালু করা হয়েছে। আর দুপাড়ের ৩ থেকে ৭ নম্বর—পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি চালু রয়েছে। কার্ডে ব্যালান্স থাকলে টাচে ক্যাশলেস টোল দেওয়া যাবে। এ জন্য এ বুথগুলোর পাশে গাড়ির উচ্চতা বিবেচনা করে তিন রকম উচ্চতায় কার্ড পাঞ্চ করার মেশিন স্থাপন করা হয়েছ। এ ৫টি বুথে কেউ চাইলে নগদেও টোল দিতে পারবেন। একইভাবে জাজিরা প্রান্তের ৮ ও ৯ এবং মাওয়া প্রান্তের ৮ নম্বর বুথে মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট করে আগের মতোই ম্যানুয়ালি কম্পিউটারে টোল আদায় চালু রাখা হয়েছে।

তারা জানান, সংক্রিয়ভাবে টোল আদায় শুরু হওয়ায় দুপাড়ে দুটি বুথ বাড়ানো হয়েছে। তাই ১৫টির স্থলে এখন সেতুর দুপাড়ের প্রবেশ পথে ১৭টি টোল বুথ চালু করা হয়েছে। এর মধ্যে ১৪টিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের সক্ষমতা রয়েছে। এই বুথগুলোর ক্যামেরায় গাড়ির নম্বর আসতেই বিআরটির সার্ভারের সঙ্গে যুক্ত থাকার কারণে স্ক্রিনে টোলের পরিমাণ দেখা যাবে।

নতুন এ দুই পদ্ধতি ব্যবহারে প্লাজা অতিক্রমে কোনো সময় অপচয় হবে না। তবে সেতু ব্যবহারকারী যানগুলো এ কার্ড বা রেজিস্ট্রেশন করা না থাকায় এর সুফল এখনো পুরোপুরি পাচ্ছে না।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার কাছে বুথ চালু করা হচ্ছে। সেখান থেকে কার্ড গ্রহণ এবং রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি আরও জানান, ৪ জুন পর্যন্ত কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় করা হয়। নতুন পদ্ধতিতে পরীক্ষামূলক টোল আদায় প্রত্যক্ষ করতে সেতু সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শনে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

১০

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

১১

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১২

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১৩

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৪

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৫

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৬

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৭

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৮

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৯

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

২০
X