দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে নিজ নিজ দপ্তরে এসেছেন। তারা মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আজ সচিবালয়ে অফিস করেছেন বলে জানা গেছে। তারা মন্ত্রণালয়ে নিজ নিজ দপ্তরে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দুপুর ২টার দিকে সচিবালয়ে ঢুকেই একটি সংবাদ সম্মেলন করেন। এরপর মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা পরপর চারবার এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মন্ত্রীও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রাম-৭ আসন থেকে টানা চারবার নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। তার আসনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে মন্ত্রী নিজেই জানিয়েছেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৩ আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ তিনি মন্ত্রণালয়ে আসলে মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন দপ্তরে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান। শাহাব উদ্দিন মৌলভীবাজার ১ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হন।
এবারের নির্বাচনে বর্তমান মন্ত্রিসভার তিন প্রতিমন্ত্রী পরাজিত হয়েছেন। তারা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এর আগে দুই প্রতিমন্ত্রী নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি। তারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মন্তব্য করুন