কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বেড়েছে খোলা আকাশের নিচে মলত্যাগকারীর সংখ্যা 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দেশে খোলা আকাশের নিচে মলত্যাগ করা মানুষের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে এখন দশমিক ৯৪ শতাংশ পরিবারের সদস্য উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। এই মানুষরা টয়লেট না পেয়ে খোলা আকাশের নিচেই প্রকৃতির ডাকে সাড়া দেন। এ হার ২০২২ সালে ছিল দশমিক ৭৭ শতাংশ।

সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সর্বশেষ খানার আয় ও ব্যয় জরিপ অনুসারে, দেশে খানার সংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ১৩১। সে হিসাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন ৩ লাখ ৫৯ হাজার ৯৬৪টি পরিবারের সদস্য। প্রতিটি পরিবারের গড় সদস্যের সংখ্যা ৪ দশমিক ২৬।

বিবিএসের জরিপ প্রতিবেদনের হিসাব মতে, ১৫ লাখ ৩৩ হাজারের কিছু বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ করে। তারা মাঠঘাটে, বনবাদাড়ে, নদী ও নালায় প্রকৃতির ডাকে সাড়া দেন। এক বছরের ব্যবধানে এমন মানুষের সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ।

বিবিএসের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন অনুসারে, মৌলিক স্যানিটেশনের সুবিধা পায় দেশের ৬৯ দশমিক ৬৮ শতাংশ পরিবার। মৌলিক সুবিধা আছে এমন টয়লেট ব্যবহার করেন তারা। ২৩ দশমিক ৯৫ শতাংশ পরিবার সীমিত মৌলিক সুবিধার টয়লেট ব্যবহার করে। আর অনুন্নত সুবিধার টয়লেট ব্যবহার করে ৫ দশমিক ৪৩ শতাংশ পরিবার। অন্যরা মলত্যাগ করে খোলা আকাশের নিচে।

এদিকে বিবিএসের আরেক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত কয়েক দশকে বেড়েছে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ফোনের ব্যবহার। আগে ব্যবহারের দিক থেকে গ্রাম ও শহরের মধ্যে ছিল বিস্তর বৈষম্য। তবে দিন দিন সেই বৈষম্য দূর হচ্ছে। বর্তমানে শহরের সঙ্গে তাল মিলিয়ে গ্রামেও বাড়ছে মোবাইল-ইন্টারনেটের ব্যবহার। এমনকি বৃদ্ধির হার শহরের তুলনায় এখন গ্রামে অনেক বেশি। শুধু তাই নয়, বর্তমানে শহরে কমছে মোবাইল ফোন ব্যবহারের হার। যদিও এখনো মোবাইল ফোন ব্যবহারকারী শহরে বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে শহরে খুব বেশি মোবাইলের ব্যবহার বাড়ছে না। তবে একই সময়ে গ্রামাঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর হার তুলনামূলকভাবে বেড়েছে।

বিবিএসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে দেশে ১৫ বছরের ঊর্ধ্বে মোবাইল ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৭৪ দশমিক ২ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৮ শতাংশ। এই হার শহরে ৮২ দশমিক ৭ শতাংশ এবং গ্রামে ৭১ দশমিক ৬ শতাংশ। এই হিসাবে এখনো শহরে মোবাইলের ব্যবহার বেশি। তবে বৃদ্ধির হার শহরের তুলনায় গ্রামে বেশি।

২০২০ সালে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারীর হার ছিল ৬৯ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালে সেটা বেড়ে হয়েছে ৭১ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ তিন বছরের ব্যবধানে প্রায় দুই শতাংশ বেড়েছে ব্যবহারকারী। আর ২০২২ সালে ছিল ৭১ শতাংশ। বছরের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে, ২০২২ সালে শহরে মোবাইল ব্যবহারকারীর হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ২০২৩ সালে কমে হয়েছে ৮২ দশমিক ৭ শতাংশ। বছরের ব্যবধানে কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আর ২০২০ সালে শহরে ৮২ দশমিক ৫ শতাংশ মোবাইল ব্যবহারকারী ছিল। চার বছরে বেড়েছে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। অর্থাৎ চার বছরের ব্যবধানে শহরের চেয়ে গ্রামে মোবাইল ফোন ব্যবহারকারী বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।

শহরের সঙ্গে গ্রামেও বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৪১ দশমিক ২ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ৪৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে গ্রামে ৫ শতাংশ হারে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারী। শহরে এই সময়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকেও বৃদ্ধির হার শহরের তুলনায় গ্রামে বেশি।

অন্যদিকে, দেশে পুরুষদের মধ্যে মোবাইল ব্যবহারে আগ্রহ কমছে। নারীদের আগ্রহ বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে পুরুষ মোবাইল ব্যবহারকারী ছিল ৮৬ দশমিক ৯ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ৮৬ দশমিক ৫ শতাংশ। বছরের ব্যবধানে শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে মোবাইল ব্যবহারকারী পুরুষ।

২০২২ সালে নারী মোবাইল ব্যবহারকারীর হার ছিল ৬১ দশমিক ৪ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ৬২ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে নারী ব্যবহারকারী যেখানে বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, সেখানে পুরুষ ব্যবহারকারী কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, অতিসম্প্রতি মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ার পেছনে রয়েছে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি। অনলাইনে জুয়া খেলার হার সবচেয়ে বেশি। তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়া গণহত্যা দিবস আজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৮ জনকে সাজা

উপজেলার জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে : সালাম

আজকের নামাজের সময়সূচি

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ 

উপজেলা চেয়ারম্যানকে হারালেন ভাইস চেয়ারম্যান

হোসেলুর জোড়া গোলে ফাইনালে মাদ্রিদ

১০

ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা

১১

কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছে কৃষকরা

১২

বিপুল ভোটে বিজয়ী হলেন সেই প্রতিবন্ধী সুইটি

১৩

মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

১৪

পরিবেশ দূষণ / টায়ার গলিয়ে তেল উৎপাদন

১৫

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা শিক্ষিকা

১৬

ছায়ানট মিলনায়তনে রবীন্দ্রসন্ধ্যা

১৭

‘মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ব্যবসায় মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার’

১৮

নানা আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড সেন্ট দিবস’ পালিত

১৯

ফের বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হলেন ছালিমা হোসেন

২০
X