বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘খাদ্যপণ্য সংরক্ষণের জন্য উপজেলাভিত্তিক হিমাগার স্থাপন করা দরকার’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় সোমবার (১৭ অক্টোবর) ‘উৎপাদনের মতোই গুরুত্ব দিতে হবে খাদ্যপণ্যের সংরক্ষণে’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

বাংলাদেশ চাল, মাছ, মাংস এবং শাকসবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও গম, মসলা, ভোজ্যতেল, তৈলবীজ, ডাল, চিনি ও দুগ্ধজাত খাদ্যপণ্যের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতা এখনো রয়ে গেছে। পাশাপাশি উৎপাদন ব্যয় (পরিবহন, শ্রমিক, বিদ্যুৎ, জ্বালানি, কীটনাশক, সার, রক্ষণাবেক্ষণ) বৃদ্ধি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে উচ্চমূল্যে ভোগ্যপণ্য কিনতে হচ্ছে। ফলে সার্বিক মূল্যস্ফীতির সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা কমেছে ৩৯ দশমিক ২৫ শতাংশ। একই সময়ের তুলনামূলক বিচারে চলতি বছর এলসি নিষ্পত্তি কমেছে ০ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ কমেছে ভোগ্যপণ্যের আমদানি।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ১১ অক্টোবর পর্যন্ত দেশে চাল, গম ও ধানের ১৭ লাখ ৫৭ হাজার ৭৯০ টন মজুদ ছিল। এ পরিস্থিতিকে সন্তোষজনক বলে মনে করছেন গবেষক-বিশ্লেষকরা।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর দেশে উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০০৮-০৯ সালে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল ৩ কোটি ২৮ লক্ষ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার মেট্রিক টন হয়েছে। গত ১৫ বছরে ভুট্টার উৎপাদন বেড়েছে প্রায় ৯ গুণ, আলু ২, ডাল ৪, তেলবীজ ২ দশমিক ৫ ও সবজি ৮ গুণ। কৃষিক্ষেত্রে বাংলাদেশের এ সাফল্য বিশ্বে সমাদৃত হয়েছে। ধান, পেঁয়াজ, পাটসহ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।

খাদ্যপণ্যের সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মোজাম্মেল হোসাইন লিখেছেন, ‘খাদ‍্য-পণ‍্য উৎপাদনে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে এবং পন্য সংরক্ষণের জন‍্য থাকতে হবে যথাযথ ব‍্যবস্হাপনা। মনে রাখতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সিন্ডিকেট তথা মধ‍্যস্বত্বভোগীদের কবল থেকে ভোক্তাদের মুক্ত করতে হবে।’

জাবেদ বাবু লিখেছেন, ‘আলু সংরক্ষণ করার জন্যে হিমাগার বানিয়েছিল। তাই আলু এখন ৫০ টাকা। হিমাগার না বানালে আলুর দাম সস্তা থাকত। চাল ছাড়া কোনো কিছুই সংরক্ষণ বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ যারা সংরক্ষণ করে তারা সৎ ব‍্যবসায়ী না। একমাএ চাল সংরক্ষণ করে রাখা ঠিক আছে। সাথে গম।’

খাদ্যপণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে নীরব রব লিখেছেন, ‘দেশে সংরক্ষণের অভাবে বছরে ৩০ শতাংশ খাদ্যপণ্য নষ্ট হয়। তাই পচনশীল খাদ্যপণ্য যেমন আলু, মরিচ, বেগুন, পটোলসহ বিভিন্ন সবজি যথাযথভাবে সংরক্ষণের জন্য উপজেলাভিত্তিক হিমাগার স্থাপন করা দরকার। উপজেলাভিত্তিক হিমাগার স্থাপন করতে পারলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

ইমাম হোসেন ইমন লিখেছেন, ‘দিন দিন বাড়ছে সব নিত্য পণ্যের দাম। আমরা সাধারণ জনগণ কষ্টে আছি। দুর্নীতির উন্নয়ন সব প্রকল্প বাদ দিয়ে খাদ্য সংরক্ষণে নজর দেওয়া জরুরি।’

মো. সোহানুর রহমান সোহান লিখেছেন, ‘সবাই ক্রয় করে খাওয়ার মন মানসিকতা পরিবর্তন করে, নিজেদের চাহিদা মতো উৎপাদনের দিকে খেয়াল দিতে হবে।’

গ্রন্থনা : উজ্জ্বল হোসেন

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১০

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১১

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১২

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১৩

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১৪

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১৫

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

১৬

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

১৭

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

১৮

সুখবর পেলেন মাসুদ

১৯

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

২০
X