ডা. সাঈদ এনাম 
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

সাইকিয়াট্রির প্রতীকী ছবি।
সাইকিয়াট্রির প্রতীকী ছবি।

বাংলাদেশের আন্ডারগ্র্যাজুয়েট এমবিবিএস মেডিকেল শিক্ষায় সাইকিয়াট্রির ক্লাস বণ্টন, প্রশিক্ষণ, এটাচমেন্ট এবং মূল্যায়নে মান বণ্টন আন্তর্জাতিক মানের তুলনায় সীমিত। এটি আমাদের চিকিৎসা কারিকুলামের একটি দুর্বলতার ইঙ্গিত বহন করে।

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) গ্লোবাল স্ট্যান্ডার্ডস স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, আধুনিক চিকিৎসার লক্ষ্য কেবল রোগ নিরাময় নয়, বরং ব্যক্তি-কেন্দ্রিক চিকিৎসা পারসন সেন্টারড মেডিসিন (পিসিএম) নিশ্চিত করা। যেখানে রোগীর শারীরিক, মানসিক, সামাজিক এবং আচরণগত চাহিদার সমন্বিত যত্ন অন্তর্ভুক্ত ।

সাইকিয়াট্রিতে অপর্যাপ্ত প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও পরিচালনায় দক্ষতা অর্জনে সীমাবদ্ধতা সৃষ্টি করে। এটি ব্যক্তি-কেন্দ্রিক চিকিৎসা বাস্তবায়নের পথে প্রধান বাধা (Karle, 2010, PMC2834898)।

সাইকিয়াট্রি শুধুই একটি বিশেষায়িত শাখা নয়

সাইকিয়াট্রি কেবল একটি বিশেষায়িত বিভাগ নয়; এটি সার্বিক রোগী যত্নের একটি অবিচ্ছেদ্য স্তম্ভ, যা রোগ প্রতিরোধ, পুনর্বাসন এবং স্বাস্থ্য উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্ট্যান্ডার্ডস অনুযায়ী শিক্ষার্থীদের মনোবিজ্ঞান, সাইকিয়াট্রি এবং আচরণগত বিজ্ঞানের প্রশিক্ষণ অবশ্যক, যাতে তারা রোগীর সঙ্গে ‘ব্যক্তি থেকে ব্যক্তি’ (পারসন টু পারসন) সংযোগ স্থাপন এবং সহানুভূতির সঙ্গে তার পাশে দাঁড়াতে সক্ষম হন (WFME, 2003)।

ডব্লিউএফএমই স্বীকৃতি অর্জনের পথে বাধা

বাংলাদেশে সাইকিয়াট্রির অপর্যাপ্ত উপস্থিতি সরাসরি ডব্লিউএফএমইর অ্যাক্রেডিটেশন অর্জনের পথে প্রধান প্রতিবন্ধকতা। কারণ এই স্বীকৃতি শুধু বিষয়ভিত্তিক জ্ঞান নয়; এটি মূল্যায়ন করে শিক্ষার পূর্ণাঙ্গ কাঠামো, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রমাণ। গুরুত্বপূর্ণ শাখায় ঘাটতি মানে শিক্ষার সামগ্রিক মান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উত্থাপন। এর ফলে মানসিক ও আচরণগত সমস্যায় আক্রান্ত রোগীর সেবায় চিকিৎসক সীমিত সক্ষমতা নিয়ে পেশাগত জীবন শুরু করবেন।

অগ্রযাত্রার জন্য অপরিহার্য পদক্ষেপ

সুতরাং, বাংলাদেশের আন্ডারগ্রাজুয়েট মেডিকেল কারিকুলামে সাইকিয়াট্রির গুরুত্ব বৃদ্ধি এবং মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা অপরিহার্য। এটি শুধুমাত্র ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য নয়, বরং সহানুভূতিশীল, দক্ষ ও সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার জন্যও অপরিহার্য। শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতা, রোগীর প্রতি সহমর্মিতা এবং সার্বিক চিকিৎসার মান— এই তিনটি নির্ভর করে শক্তিশালী সাইকিয়াট্রিক শিক্ষাভিত্তির ওপর, যা পিসিএমের মূল লক্ষ্য পূরণে সহায়ক।

রেফারেন্স 1. WFME. (2003). Global Standards in Medical Education. Copenhagen. 2. Karle, H. (2010). World Federation for Medical Education perspectives on person-centered medicine. International Journal of Integrated Care, 10(Suppl), e007. PMCID: PMC2834898.

লেখক : ডা. সাঈদ এনাম সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি; সিলেট ওসমানী মেডিকেল কলেজ; ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন; ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট মেম্বার, রয়েল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কলেজ অব সাইকিয়াট্রিস্ট।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১০

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১১

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১২

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৩

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৪

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৬

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৭

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৮

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৯

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

২০
X