ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ জন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে একইদিন পাল্টা সমাবেশের মাধ্যমে পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। তারা কথিত শান্তি সমাবেশের নামে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংঘাত সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন : এক দফার মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিবে: তাবিথ আউয়াল
বুধবার (২৬ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় বলা হয়, রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। শান্তিপূর্ণ এবং একান্ত ঘরোয়া কর্মসূচি পালনেও সরকার বাধা দিচ্ছে। দেশ ক্রমেই সংঘাতের দিকে এগুচ্ছে। বিদ্যমান সঙ্কট থেকে মুক্তির একমাত্র উপায় জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এ জন্য সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে, দেশ-জাতি ও ইসলামের ততই মঙ্গল হবে।
আরও পড়ুন : রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলাম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা নেছার উদ্দিন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
আরও পড়ুন : আওয়ামী লীগকে এখনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি
সভায় আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশের স্থান পরিবর্তন করে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের অফিস চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) আয়োজনের সিদ্ধান্ত হয়। বায়তুল মোকাররম উত্তর গেটে পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় অফিস চত্বরে সমাবেশ করার এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজ্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চ.জ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন