বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল রাজপথে আবারও মুখোমুখি অবস্থানে। একই দিনে সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন। বিএনপির ‘মহাসমাবেশ’ আর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’। এ ছাড়াও একই দিন অন্যান্য রাজনৈতিক দলও কর্মসূচি ঘোষণা করেছে।
তবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশের অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে বুধবার (২৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানান, তাদের (আওয়ামী লীগ) সমাবেশের অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে গত ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশের ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই তিন সংগঠন। বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের প্রতিবাদে’ এ সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে তারা সমাবেশ করতে চান।
শুরুতে তারুণ্যের জয়যাত্রা নামে সমাবেশের ঘোষণা দেয় যুবলীগ এবং এটি হওয়ার কথা ছিল গত ২৪ জুলাই। পরে সমাবেশের আগের দিন ২৩ জুলাই এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তন করে বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচি দেয় তারা।
এরপর যুবলীগের সঙ্গে যুক্ত হয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তারা যৌথভাবে বৃহস্পতিবারের কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা করছে দাবি করে এ কর্মসূচির নামও পরিবর্তন করা হয় তখন। এক যৌথ সংবাদ সম্মেলনে ‘তারুণ্যের জয়যাত্রা’র সমাবেশের পরিবর্তে নাম দেওয়া হয় ‘শান্তি সমাবেশ’।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে বেলা ১১টা থেকে নেতাকর্মীরা জড়ো হবেন, দুপুর ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ৩টা থেকে সমাবেশ শুরু হবে।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তার আগে গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ৩ যুব-ছাত্র সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল তারুণ্যের সমাবেশ করে। এ সমাবেশ থেকেই ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
২৭ তারিখের মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) দলটির যৌথসভাও অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারা দিক-নির্দেশনা দিয়েছেন।
বৈঠক সূত্র জানায়, মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
এই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে জানিয়ে পরবর্তী কর্মসূচির বিষয়েও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সমাবেশের দিনে কোথাও বাধা-বিঘ্ন ঘটলে নেতাকর্মীদের কী করণীয় হবে তাও বলে দেওয়া হয়েছে বৈঠকে।
এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফেসবুকে এক লাইভ বার্তায় ২৭ তারিখের মহাসমাবেশে জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য এবং সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন